| |
               

মূল পাতা করোনাভাইরাস করোনায় একদিনে এত মৃত্যু দেখেনি বিশ্ব


করোনায় একদিনে এত মৃত্যু দেখেনি বিশ্ব


রহমতটোয়েন্টিফোর ডেস্ক     21 January, 2021     10:53 AM    


মহামারি করোনাভাইরাস দেশে দেশে আরও প্রকট আকার ধারণ করছে। কোথাও দ্বিতীয় ঢেউ আর কোথাও নতুন ধরনে বিপর্যস্ত বিশ্ব। এমন অবস্থায় নতুন করে করোনাভাইরাসের ইতিহাসে রেকর্ড মৃত্যু দেখল বিশ্ব। গত ২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী রীতিমতো তাণ্ডব চালিয়েছে করোনা।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) প্রথমবারের মতো প্রাণহানি ১৭ হাজার ছাড়াল। এ নিয়ে মহামারি করোনায় বিশ্বব্যাপী মৃতের সংখ্যা ছাড়িয়েছে ২০ লাখ ৮৩ হাজার। এ ছাড়া একদিনে আক্রান্ত হয়েছেন আরও সাড়ে ছয় লাখ মানুষ। এ নিয়ে মোট আক্রান্ত ছাড়াল ৯ কোটি ৭৩ লাখ।

এর আগে ১৩ ও ১৪ জানুয়ারিও করোনার তাণ্ডব দেখেছিল বিশ্ব। ১৩ জানুয়ারি ১৫ হাজার ৭১১ জন এবং ১৪ জানুয়রি ১৬ হাজারের বেশি প্রাণ কেড়ে নেয় করোনা। কিন্তু সব পরিসংখ্যান পেছনে ফেলে ২১ জানুয়ারি ১৭ হাজার ২৯৯ জনের প্রাণহানি ঘটেছে।

করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বৃহস্পতিবার (২১ জানুয়ারি) সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন নয় কোটি ৭৩ লাখ ৫ হাজার ৩৫৬ জন এবং মৃত্যু হয়েছে ২০ লাখ ৮৩ হাজার ২০৩ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬ কোটি ৯৮ লাখ ৪৭ হাজার ৫১৫ জন।

অন্যদিকে বাংলাদেশের অবস্থান ঠিক উল্টো। গত ৮ মাসে গতকাল সর্বনিম্ন ৮ জনের মৃত্যু হয়েছে দেশে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা ৭ হাজার ৯৫০ জন। এ ছাড়া দেশে মোট করোনা রোগী ৫ লাখ ২৯ হাজার ৬৮৭ জন। এর মধ্যে সুস্থ হয়েছে মোট ৪ লাখ ৭৪ হাজার ৪৭২ জন।

প্রসঙ্গত, ২০১৯ সালের ৩১ ডিসেম্বর প্রথম চীনের উহানে সর্বপ্রথম করোনাভাইরাস ধরা পড়ে। এরপর বিশ্বের প্রায় সব দেশ ও অঞ্চলে এটি ছড়িয়ে পড়ে। পরবর্তীতে ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা একে বৈশ্বিক মহামারি হিসেবে ঘোষণা করে। ৮ মার্চ প্রথম বাংলাদেশে কোনও করোনা রোগী শনাক্ত হয় এবং ১৮ মার্চ দেশে প্রথম কোনও ব্যক্তির করোনায় মৃত্যু হয়।
-জেড