| |
               

মূল পাতা ইসলাম হুসাইন আহমদ মাদানীর শেষ খলিফার ইন্তেকাল


হুসাইন আহমদ মাদানীর শেষ খলিফার ইন্তেকাল


রহমতটোয়েন্টিফোর ডেস্ক     04 January, 2021     10:32 AM    


ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের সক্রিয় কর্মী, উপমহাদেশের প্রখ্যাত আলেম শায়খুল ইসলাম সাইয়িদ হুসাইন আহমদ মাদানী রহ. এর সর্বশেষ খলিফা আল্লামা আব্দুল হালিম ইসলামাবাদী ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাহি রাজিউন।

রোববার (৩ জানুয়ারি) রাত ১০টা ৩০ মিনিটে বার্ধক্যজনিত কারণে ইসলামাবাদী মৃত্যুবরণ করেছেন। জানা গেছে, মৃত্যুর সময় তিনি  চট্টগ্রাম জেলার লোহাগাড়াস্থ তেওয়ারিখীল গ্রামে নিজ বাসভবনে অবস্থান করছিলেন।

আল্লামা আব্দুল হালিম ইসলামাবাদী জন্মেছেন চট্টগ্রাম জেলার আনোয়ারা উপজেলার পীরখাইন গ্রামে। ধারণা করা হয়, তিনি হুসাইন আহমদ মাদানী রহ. এর ৩৯তম ও সর্বশেষ খলিফা।

উল্লেখ্য, হুসাইন আহমদ মাদানী (১৮৭৯ — ১৯৫৭) ছিলেন উপমহাদেশের একজন প্রভাবশালী আলেম ও ইসলামি রাজনীতিবিদ। তিনি দারুল উলুম দেওবন্দে মুহতামিম ও শাইখুল হাদিস ছিলেন। তিনি জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি ছিলেন। হাদিস, ফিকহ ও ইসলামের অন্যান্য শাখায় তার অগাধ পান্ডিত্যের জন্য তাকে শাইখুল ইসলাম উপাধি দ্বারা সম্বোধন করা হয়। ১৯৫৪ সালে ভারত সরকার তাকে ভারতের তৃতীয় সর্বোচ্চ সম্মাননা পদ্মভূষণ পদকে ভূষিত করে।
-জেড