| |
               

মূল পাতা আন্তর্জাতিক ৭৪০টি মাদ্রাসা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে আসাম সরকার: বিলুপ্ত মাদ্রাসা বোর্ড


৭৪০টি মাদ্রাসা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে আসাম সরকার: বিলুপ্ত মাদ্রাসা বোর্ড


আন্তর্জাতিক ডেস্ক     16 December, 2020     02:07 PM    


ভারতের আসাম রাজ্যে সরকার পরিচালিত সব মাদরাসা বন্ধ করার প্রস্তাব অনুমোদন করেছে রাজ্য সরকার। সেই সঙ্গে বিলুপ্ত করে দেওয়া হচ্ছে মাদ্রাসা বোর্ড। 

আসামের বিজেপি সরকারের মুখপাত্র ও সংসদ বিষয়ক মন্ত্রী চন্দ্র মোহন পাটোওয়ারি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, বিষয়টি এরই মধ্যে রাজ্য মন্ত্রিসভায় পাস হয়েছে।

রাজ্যের বিধানসভার শীতকালীন অধিবেশন বসছে ২৮ ডিসেম্বর থেকে। এই অধিবেশনে এ বিষয়ে একটি বিল পেশ করা হবে। মাদরাসা  সম্পর্কিত বর্তমান আইন বাতিল করার বিষয় থাকবে এই বিলে। আসামের রাজধানী গৌহাটিতে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

মন্ত্রী চন্দ্র মোহন পাটোওয়ারি আরও জানান, মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোওয়ালের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে সরকার পরিচালিত সব মাদরাসা ও সংস্কৃত স্কুল বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।