রহমত নিউজ 15 September, 2025 11:11 AM
নির্বাচন না দিলে দেশপ্রেমিক ছাত্র-জনতা দাবী আদায় রাজপথে নামতে বাধ্য হবে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতী ফয়জুল করীম।
তিনি বলেন, পিআর পদ্ধতির নির্বাচনে পেশী শক্তি ও কালো টাকার দৌরাত্ব থাকে না, অবৈধভাবে ভোট কেন্দ্র দখল, ভোট ডাকাতীর মহৌৎসব, সহিংষতা নৈরাজ্য, জিঘাংসা, অস্থিরতা, হানাহানি, অরাজকতা, বিশৃঙ্খলা থাকেনা।
রোববার ( ১৪ সেপ্টেম্বর) দুপুর ২.৩০মিনিটে বরিশাল টাউন হল চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা ও মহানগর কর্তৃক আয়োজিত বিশাল গনসমাবেশ তিনি এসব কথা বলেন।
মুফতী ফয়জুল করীম বলেন, পিআর পদ্ধতির নির্বাচনের ফলে নিবন্ধিত প্রায় প্রত্যেকটি দলের ভোটের আনুপাতিক হারে প্রতিনিধি জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করার সুযোগ পাবেন, কোন দল বা সংস্থা, গোষ্ঠী, যে কোন পেশাজীবী সংগঠন তথা আপামর জনগনের নতুন কোন দাবী আদায়ের ক্ষেত্রে পার্লামেন্টেই আলোচনা-পর্যালোচনার মাধ্যমে যাবতীয় মৌলিক সমস্যার সমাধান হবে, এতে করে পার্লামেন্টেই হবে সামাজিক, জাতীয় ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ন বিষয়ের আলোচনার কেন্দ্র বিন্দু। যার ফলে দেশব্যাপী রাজনৈতিক অস্থিরতা, বিভক্তি, বিভাজন, মারামারী, হানাহানি, দাঙ্গা-হাঙ্গামা, অরাজকতা, হরতাল, অবরোধ, ঘেরাও জ্বালাও-পোড়াও, অগ্নি সংযোগ, হামলা-মামলা, লুটতরাজ, প্রতিহিংসার দানবীয় অপরাজনীতির অবসান হয়ে কাঙ্খিত শান্তি পূর্ণ প্রতিযোগিতার রাজনৈতিক পরিবেশ-পরিস্থিতি সৃষ্টি হবে। দেশের জনগন স্বচ্ছন্দময় জীবন যাপন করবে। দেশময় স্থিতিশীলতার কারনে বন্ধু প্রতীম আন্তর্জাতিক বিদেশী বিশিষ্ট ব্যবসায়ীদের নির্বিঘ্নে নির্ভাবনায় বিনিয়োগ আসবে, নতুন নতুন কর্ম সংস্থানের সৃষ্টি হবে, ফলে বেকারত্বের অভিশাপ থেকে জাতি মুক্তি পাবে ইনশাআল্লাহ।
তিনি বলেন, পিআর পদ্ধতির ধারাবাহিকতা অব্যাহত থাকলে অচিরেই বাংলাদেশ হবে আত্মনির্ভরশীল, সুখী সমৃদ্ধ শান্তিময় আদর্শ রাষ্ট্র। বিশ্বের প্রায় ৯১টির বেশী দেশ কোনও না কোন প্রকারের পিআর পদ্ধতি অনুসরণ করে সুফল পাচ্ছে। এর মধ্যে শতভাগ পি আর পদ্ধতি ব্যবহার নির্বাচন আয়োজন হয়ে থাকে- বেলজিয়াম, ডেনমার্ক, ফিনল্যান্ড, নেদারল্যান্ডস, নরওয়ে, সুইডেন ইত্যাদি দেশ সমূহে।
নগর সভাপতি প্রফেসর মুহাম্মাদ লোকমান হাকীমের সভাপতিত্বে ও নগর সেক্রেটারী মাওলানা আবুল খায়ের এবং জেলা সেক্রেটারী মাওলানা হাফিজুর রহমান এর সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল নগর সহ-সভাপতি মাওলানা সৈয়দ নাছির আহমাদ কাওছার, জেলা সহ-সভাপতি মুহাম্মাদ শেখ শামসুল আলম মিলন, নগর সহ-সভাপতি মাওলানা ইদ্রিস আলী, জেলা সহ-সভাপতি মাওলানা জামিলুর রহমান, নগর জয়েন্ট সেক্রেটারী মাওলানা আজিজুল হক, নগর এসিস্ট্যান্ট সেক্রেটারী মুফতী নাসির উদ্দিন নাইস, নগর সাংগঠনিক সম্পাদক এইচ এম হাসানুজ্জামান মিরাজ, জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা শরীফ আবুল কালাম আজাদ। জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ বরিশাল মহানগর সেক্রেটারী মাওলানা আবু জাফর সালেহ্, জেলা সেক্রেটারী মাওলানা নেছার উদ্দিন, জাতীয় শিক্ষক ফোরাম বরিশাল মহানগর সভাপতি মাওলানা আবু বকর সিদ্দিক ত্বহা, জেলা সভাপতি মাওলানা গোলাম রব্বানী, ইসলামী আইনজীবী পরিষদ বরিশাল মহানগর সভাপতি অ্যাডভোকেট শেখ আব্দুল্লাহ নাসির, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর সভাপতি মুফতি মুহিবুল্লাহ কাজেমী, জেলা সভাপতি মাওলানা আব্দুর রাজ্জাক, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর সভাপতি মাওলানা রেজাউল করীম, জেলা সভাপতি মাওলানা আরমান হোসেন রিয়াদ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর সভাপতি গাজী মুহাম্মাদ রেদোয়ান, জেলা সভাপতি এম এম সালাউদ্দিন। এ ছাড়াও বক্তব্য রাখেন জেলা ও নগর নেতৃবৃন্দ প্রমুখ।