| |
               

মূল পাতা জাতীয় সাদাপাথর লুটের ঘটনায় বিএনপি নেতা সাহাব উদ্দিন গ্রেপ্তার


সাদাপাথর লুটের ঘটনায় বিএনপি নেতা সাহাব উদ্দিন গ্রেপ্তার


রহমত নিউজ     14 September, 2025     11:33 AM    


সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ সাদাপাথর লুট কাণ্ডে এবার পদ স্থগিত হওয়া বিএনপি নেতা সাহাব উদ্দিনকে গ্রেফতার করেছে র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍‍্যাব)-৯।

শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে সিলেট নগরীর কুমারপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍‍্যাব)-৯ এর মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে.এম. শহিদুল ইসলাম সোহাগ।

গ্রেপ্তারকৃত সাহাব উদ্দিন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সাহাব উদ্দিন (৫৪) ও উপজেলার ভোলাগঞ্জ এলাকার মৃতত আব্দুল বারির ছেলে। এছাড়াও তাকে সাদাপাথর লুটপাটের অন্যতম মূলহোতা হিসেবে উল্লেখ করেছে র‍্যাব।

র‍্যাব এক প্রেসবিজ্ঞপ্তিতে বলে, সাহাব উদ্দিনের বিরুদ্ধে সিলেটের কোতোয়ালী থানা ও কোম্পানীগঞ্জ থানায় ৭টি মামলা রয়েছে। সাদাপাথর লুটের ঘটনায় কোম্পানীগঞ্জ থানায় গত ১৫ আগস্ট খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোর দায়ের করা মামলায় তাকে গ্রেফতার দেখিয়েছে র‍্যাব। রাতে তাকে কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়। ওই মামলায় অজ্ঞাতনামা ১ হাজার ৫০০ জনকে আসামি করা হয়েছে।

র‌্যাব বিজ্ঞপ্তিতে আরও জানিয়েছে, গত এক বছরে কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট উপজেলায় অবৈধভাবে বিপুল পরিমাণ পাথর উত্তোলন করা হয়। এ ঘটনা নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে দেশব্যাপী তোলপাড় সৃষ্টি হয়। পরবর্তী সময়ে সাদাপাথর লুটের ঘটনায় দায়ী ব্যক্তিদের গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব -৯ গোয়েন্দা তৎপরতা জোরদার করে।

উল্লেখ্য; ১১ আগস্ট চাঁদাবাজী, দখলবাজিসহ বিএনপির নীতি ও আদর্শ পরিপন্থী অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার সুষ্পষ্ট অভিযোগের ভিত্তিতে সাহাব উদ্দিনের দলীয় সকল পদ স্থগিত করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।