| |
               

মূল পাতা সারাদেশ জেলা পটিয়া মাদরাসার জরুরি নির্দেশনা; মুফতী আহমদুল্লাহর জানাযা রাত ৯টায়


পটিয়া মাদরাসার জরুরি নির্দেশনা; মুফতী আহমদুল্লাহর জানাযা রাত ৯টায়


রহমত নিউজ     14 September, 2025     01:32 PM    


দেশের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া পটিয়ার শাইখুল হাদিস, প্রধান মুফতী ও সদরুল মুহতামিম প্রবীণ আলেম মুফতী আহমদুল্লাহ ইন্তেকাল করেছেন। রোববার (১৪ সেপ্টেম্বর) ভোর সাতটার দিকে চট্টগ্রাম নগরীর ন্যাশনাল হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

তাঁর নামাজে জানাজা সম্পর্কে জামিয়া ইসলামিয়া পটিয়া কর্তৃপক্ষ জরুরি নির্দেশনা দিয়েছে। 

পটিয়া মাদরাসার ফেসবুক পেইজে দেওয়া জরুরি নির্দেশনায় জানানো হয়,  আজ রাত ৯টায় জামিয়া ইসলামিয়া পটিয়ার প্রাঙ্গণে হুজুরের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

নির্দেশনায় আরও জানানো হয়, জানাজায় আগত হজরতের শাগরেদ, ভক্ত, মুরিদান, খোলাফা এবং ধর্মপ্রাণ মুসলমান মেহমানদের দৃষ্টি আকর্ষণপূর্বক জানানো যাচ্ছে যে—দয়া করে আপনাদের নিজ নিজ গাড়ির পার্কিং পটিয়া কলেজ মাঠে করুন। কলেজ মাঠের গেইট খোলা রাখা হয়েছে।

নির্দেশনায় জানানো হয়, জামিয়ার ভেতরে গাড়ি রাখার কোনো সুযোগ নেই। এছাড়া, নামাজে জানাজার পর জামিয়া ইসলামিয়া পটিয়ার দারুল ইফতা-য় হুজুরের সকল খোলাফা ও মুরিদানদের নিয়ে একটি জরুরি মাশওয়ারাহ অনুষ্ঠিত হবে, ইনশাআল্লাহ।

হুজুরের সকল খোলাফা ও মুরিদানদের যথাসময়ে উপস্থিত হয়ে মাশওয়ারায় অংশগ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হয় নির্দেশনায়।


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: চট্টগ্রাম চট্টগ্রাম পটিয়া