| |
               

মূল পাতা মুসলিম বিশ্ব কাতারে ইসরাইলের হামলায় হামাসের ৫ সদস্য শহীদ


কাতারে ইসরাইলের হামলায় হামাসের ৫ সদস্য শহীদ


রহমত নিউজ     10 September, 2025     11:41 AM    


কাতারের রাজধানী দোহায় বিমান হামলা চালিয়েছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল। এই হামলায় ৬ জন নিহত হয়েছেন। যাদের মধ্যে ৫ জনই হামাসের সদস্য।

বুধবার (১০ সেপ্টেম্বর) বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস জানিয়েছে, কাতারের রাজধানী দোহায় ইসরাইলি হামলায় তাদের ছয়জন সদস্য নিহত হয়েছে। তবে যারা আলোচনার টেবিলে ছিলেন তারা ইসরাইলি হত্যাকাণ্ড থেকে বেঁচে গেছেন।

হামলার পর এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে হামাস। বাকি যে একজন নিহত হয়েছেন, তারা কাতারের অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর সদস্য ছিলেন।

কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, হামলায় ৬ জন নিহত ও বেশ কয়েকজন আহতও হয়েছেন। তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে নিহতের মোট সংখ্যা জানানো হলেও হামাসের নাম উল্লেখ করা হয়নি।