মূল পাতা আন্তর্জাতিক পর্তুগালের লিসবনে ফানিকুলার ট্রাম্প দূর্ঘটনায় অন্তত ১৫ জনের মৃত্যু; জাতীয় শোক ঘোষণা
রহমত নিউজ 04 September, 2025 10:49 AM
পর্তুগালে লিসবনের ১৪০ বছরের ঐতিহ্যবাহী বিখ্যাত গ্লোরিয়া ফানিকুলার ট্রাম্প লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ১৮ জন। ধারণা করা হচ্ছে এদের মধ্যে বেশিরভাগই বিদেশী পর্যটক।
বুধবার (৩ সেপ্টেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে লিসবনের বিশ্বখ্যাত ফানিকুলার বৈদ্যুতিক এই ট্রাম্পটির একটি বগি লাইনচ্যুত হয়ে এ দুর্ঘটনা ঘটে।
জরুরি সেবার এক মুখপাত্র জানিয়েছেন, নিহতদের মধ্যে কিছু বিদেশিও আছেন, তবে তাদের নাম বা জাতীয়তা প্রকাশ করা হয়নি।
তিনি জানান, এই ঘটনায় অন্তত ১৮ জন আহত হয়েছেন, তাদের মধ্যে একটি শিশুও রয়েছে। আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে সরকারি প্রসিকিউটররা।
ঘটনাস্থলের ফুটেজে দেখা যায়, হলুদ-সাদা রঙের বগি লিসবনের কেন্দ্রস্থলের একটি খাড়া পাহাড় বেয়ে ওঠানামা করার সময় লাইনচ্যুত হয়ে সরু রাস্তায় পাশ ফিরে পড়ে যায়।
রেলগাড়িটির পার্শ্ব ও ছাদ পুরোপুরি চূর্ণবিচূর্ণ হয়ে গেছে। এটি রাস্তায় বাঁক ঘুরতে গিয়ে একটি ভবনের সঙ্গে ধাক্কা খেয়েছে বলে মনে হচ্ছে। ধাতব কাঠামোর গাড়িটির অংশবিশেষ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
স্থানীয় গণমাধ্যমকে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রেলগাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুতগতিতে পাহাড় থেকে নেমে আসছিল। তারপর এটি ভবনের সঙ্গে প্রচণ্ড জোরে ধাক্কা খায় এবং মুহূর্তের মধ্যে কাগজের বাক্সের মতো ভেঙে পড়ে।
উল্লেখ্য; লিসবনের গ্লোরিয়া ফানিকুলার ট্রামটি একটি জাতীয় ঐতিহ্যবাহী স্থাপনা। এই দুর্ঘটনায় পর্তুগালে একদিনের জাতীয় শোক ঘোষণা করা হয়েছে।
সূত্র : দ্য গার্ডিয়ান