| |
               

মূল পাতা রাজনীতি ইসলামী দল মাওলানা জাহাঙ্গীর মাহদীর ইন্তেকালে খেলাফত আন্দোলনের শোক


মাওলানা জাহাঙ্গীর মাহদীর ইন্তেকালে খেলাফত আন্দোলনের শোক


রহমত নিউজ     22 August, 2025     08:52 PM    


বাংলাদেশ খেলাফত আন্দোলনের চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়কারী, হেফাজতে ইসলাম হাটহাজারী পৌরসভার সভাপতি এবং হযরত সুমাইয়া (রাযি.) মহিলা মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা জাহাঙ্গীর মেহেদী ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

শুক্রবার (২২ আগস্ট) চট্টগ্রামের হাটহাজারীতে তিনি ইন্তেকাল করেন। 

মাওলানা জাহাঙ্গীর মেহেদীর ইন্তেকালে শোক প্রকাশ করেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন। শুক্রবার (২২ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় খেলাফত আন্দোলনের আমীর মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী বলেন, মাওলানা জাহাঙ্গীর মেহেদী  এ দেশে ইসলামী হুকুমত প্রতিষ্ঠার প্রতিষ্ঠার লক্ষ্যে খেলাফত আন্দোলনের একজন একনিষ্ঠ সৈনিক ছিলেন। 

তিনি মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সাথে সমবেদনা জানান।