মূল পাতা মুসলিম বিশ্ব চীনের পররাষ্ট্রমন্ত্রীর সাথে সিরাজউদ্দিন হাক্কানির সাক্ষাৎ; যেসব বিষয় নিয়ে হলো আলোচনা
শেখ আশরাফুল ইসলাম 21 August, 2025 02:26 PM
চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এবং তার সফরসঙ্গী প্রতিনিধিদলের সাথে সাক্ষাত করেছেন ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী খলিফা সিরাজউদ্দিন হাক্কানি।
বৃহস্পতিবার (২১ আগস্ট) আফগান গণমাধ্যম আরটিএ প্রকাশিত এক সংবাদ থেকে এ তথ্য জানা যায়।
এ সময় চীনা পররাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানিয়ে দুই দেশের সম্পর্ককে ঐতিহাসিক বলে বর্ণনা করেন খলিফা সিরাজউদ্দিন হাক্কানি। তিনি বলেন, চীন আমাদের এমন এক প্রতিবেশী, যারা সবসময় আফগানিস্তানের সাথে ইতিবাচক সম্পর্ক বজায় রেখেছে।
চীনের পররাষ্ট্রমন্ত্রী হি ওয়াং ই বলেন, আমাদের এবং আফগানিস্তানের মধ্যে সম্পর্কের ইতিহাস গভীরভাবে প্রোথিত।
বৈঠকে নিরাপত্তা, মাদকের বিরুদ্ধে লড়াই, সীমান্ত নিরাপত্তা এবং সীমান্ত বাহিনীর সমন্বয়; পাশাপাশি বাণিজ্য, কৃষি এবং প্রশিক্ষণ কর্মসূচি সম্পর্কিত বিষয়গুলি নিয়ে আলোচনা করা হয়।
সূত্র : আরটিএ