| |
               

মূল পাতা মুসলিম বিশ্ব নতুন প্রজন্মকে নিজেদের বীরত্বগাঁথা ইতিহাস গর্বের সাথে স্মরণের আহ্বান আফগান দপ্তর সম্পাদকের


নতুন প্রজন্মকে নিজেদের বীরত্বগাঁথা ইতিহাস গর্বের সাথে স্মরণের আহ্বান আফগান দপ্তর সম্পাদকের


মুসলিম বিশ্ব     20 August, 2025     12:56 PM    


নতুন প্রজন্মকে নিজেদের বীরত্বগাঁথা ইতিহাস গর্বের সাথে স্মরণ করার আহ্বান জানিয়েছেন ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের দপ্তর প্রধান নূরুল হক আনোয়ার।

তিনি বলেন, আফগানরা এক শতকের মধ্যে তিনটি বড় সাম্রাজ্যকে পরাজিত করেছে। নতুন প্রজন্মের উচিত সেই পরাজয়ের দিনগুলো গর্বের সাথে স্মরণ ও উদযাপন করা এবং অর্জিত স্বাধীনতাকে দৃঢ়ভাবে রক্ষা করা।

মঙ্গলবার (১৯ আগস্ট) ব্রিটিশ উপনিবেশ থেকে আফগানিস্তানের স্বাধীনতা অর্জনের ১০৬তম বার্ষিকীর উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আহ্বান জানিয়ে নূরুল হক আনোয়ার আরও বলেন, আমাদের এমন পথ অবলম্বন করতে হবে, যাতে দখলদাররা আর কখনোই এ দেশে প্রবেশ করার চিন্তাও না করে।

তিনি আরও বলেন, স্বাধীনতা রক্ষার জন্য সুসংহত মানসিকতা ও দৃঢ় চিন্তাধারার বিকাশ অত্যন্ত জরুরি।

গত এক শতাব্দীতে আফগানিস্তান তিনবার দখল হয়েছে। এ ধরনের পরিস্থিতি রোধে দেশের জনগণের মধ্যে চিন্তাগত ঐক্য, শিক্ষা এবং দৃঢ় সংকল্প গড়ে তোলা অপরিহার্য বলে মন্তব্য করেন তিনি।

সূত্র: আরটিএ