| |
               

মূল পাতা মুসলিম বিশ্ব ভারতে বৃদ্ধ মুসলিম ব্যক্তিকে মারধর করে “জয় শ্রী রাম” বলতে বাধ্য করায় গ্রেপ্তার একদল হিন্দু


ভারতে বৃদ্ধ মুসলিম ব্যক্তিকে মারধর করে “জয় শ্রী রাম” বলতে বাধ্য করায় গ্রেপ্তার একদল হিন্দু


শেখ আশরাফুল ইসলাম     18 August, 2025     01:42 PM    


ভারতে কোনোভাবেই থামছে না মুসলিমবিদ্বেষ। এবার দেশটির উত্তরাখণ্ডের পৌরি গাড়োয়াল জেলায় ঘটেছে আরও এক মর্মান্তিক ঘটনা। রিজওয়ান নামে এক বৃদ্ধ মুসলিম ব্যক্তিকে ব্যাপক মারধর করেছে একদল মদ্যপ হিন্দু। শুধু তাই নয়, সেই মুসলিম বৃদ্ধকে “জয় শ্রী রাম” স্লোগান দিতে বাধ্য করে এবং তার দাড়ি কেটে ফেলার হুমকি দেয় তারা।

১৫ আগস্ট ভারতের স্বাধীনতা দিবসের দিনে হামলার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর মুসলিমদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।

রোববার (১৭ আগস্ট) মুসলিম মিরর প্রকাশিত এক সংবাদ থেকে এ তথ্য জানা যায়।

ভিডিও ফুটেজে দেখা যায়, ভুক্তভোগী রিজওয়ান হামলাকারীদের থেকে চেয়ে অনেক বয়স্ক। মুকেশ ভাট, মনীশ বিষ্ট এবং নবীন ভান্ডারি নামে তিন ব্যক্তি তার উপর হমলা চালায়। এ সময় অকথ্য ভাষায় গালিগালাজ ও ধর্মকে উদ্দেশ্য করে অপমানও করে তারা। তারা তাকে “জয় শ্রী রাম” এবং “ভারত মাতা কি জয়” স্লোগান দিতে বাধ্য করতেও দেখা যায় ভিডিওতে।

হামলাকারীদের মধ্যে একজনকে বলতে শোনা যায়, এখানে হিন্দুদের শাসন, জয় শ্রী রাম বলো। শিরশ্ছেদের ভয়ঙ্কর হুমকি দিয়ে আরেকজন বলছে, তোমরা হালাল বলে পশু জবাই দাও, আমরা ঝটকা দিয়ে তোমার কল্লা কেটে ফেলব। 

এক পর্যায়ে, ওই বৃদ্ধের দাড়ি কামানোর ছুরি খোঁজছিল হিন্দু ব্যক্তিরা। এতে মুসলিম ওই বৃদ্ধ আরও ভয় পেয়ে যায়।

সিনিয়র পুলিশ সুপারিনটেনডেন্ট লোকেশ্বর সিংয়ের মতে, রিজওয়ান এবং তার আক্রমণকারীরা দুজনেই স্থানীয় এবং তারা ভারতীয় রেলওয়ের ঠিকাদার শ্রমিক হিসেবে কাজ করে। সিং মুকেশ ভাট, মনীশ বিষ্ট এবং নবীন ভান্ডারীর গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তাদের বিরুদ্ধে ফৌজদারি হুমকির মামলা দায়ের করা হয়েছে।

তবে এই ঘটনায় স্থানীয় মুসলিমদের ভেতর বেশ উদ্বেগ দেখা দিয়েছে।

সূত্র : মুসলিম মিরর