| |
               

মূল পাতা রাজনীতি ইসলামী দল ইসলাম ও স্বাধীনতার দুশমনদের এদেশে রাজনীতি করার অধিকার নেই : মাওলানা মামুনুল হক


ইসলাম ও স্বাধীনতার দুশমনদের এদেশে রাজনীতি করার অধিকার নেই : মাওলানা মামুনুল হক


রহমত নিউজ     17 August, 2025     01:22 PM    


ইসলাম ও স্বাধীনতার দুশমনদের এদেশে রাজনীতি করার কোনো অধিকার নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক।

তিনি বলেন, যারাই ইসলামের বিপক্ষে তারাই স্বাধীনতার দুশমন। আগামীর বাংলাদেশ হবে খেলাফতের বাংলাদেশ। ইসলাম ও স্বাধীনতার দুশমনদের এদেশে রাজনীতি করার কোনো অধিকার নেই।

শনিবার (১৬ আগস্ট) বিকালে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর সরকারি ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত এক গণসমাবেশে তিনি এসব কথা বলেন।

মাওলানা মামুনুল হক বলেন, ফ্যাসিবাদী আওয়ামী লীগ ও তার দোসররা দেশ থেকে চলে গেলেও, তাদের ষড়যন্ত্র থেমে নেই। 

রাষ্ট্র ও রাজনীতিতে ইসলামকে মাইনাস করা যাবে না উল্লেখ করে তিনি বলেন, স্বাধীনতা এনেছি রক্ত দিয়ে প্রয়োজনে আবার জীবন দিয়ে স্বাধীনতা রক্ষা করব। বিগত ১৫ বছর শেখ হাসিনা এদেশের রাষ্ট্র ও রাজনীতিতে ইসলামকে মাইনাস করতে গিয়ে তিনি নিজেই মাইনাস হয়ে গেছে। আগামী দিনে যারা ইসলামকে উৎখাত করতে চাইবে, তারাই মাইনাস হবে।

সংগঠনের উপজেলা শাখার সভাপতি মুফতী আতিকুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা সারোয়ার হাসান আলমগীরের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন সংগঠনের মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমদ।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সহসভাপতি ও বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব আতাউল্লা আমিন, সাংগঠনিক সম্পাদক মুফতি মুহসিনুল হাসান, জেলা শাখার সভাপতি আব্দুল আজিজ খন্দকার, কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা মঈনুল ইসলাম খন্দকার প্রমুখ।