| |
               

মূল পাতা রাজনীতি ইসলামী দল জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানে অংশ নেবে চরমোনাই পীর


জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানে অংশ নেবে চরমোনাই পীর


রহমত নিউজ     05 August, 2025     12:26 PM    


আজ ৫ আগস্ট ঐতিহাসিক গণ-অভূত্থান দিবস। এ উপলক্ষে বিকাল ৫ টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় প্রধান উপদেষ্টা জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন। সেই অনুষ্ঠানে ইসলামী আন্দোলন বাংলাদেশকে আমন্ত্রণ জানানো হয়েছে এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ সেই আমন্ত্রণ গ্রহণ করে ঐতিহাসিক এই মুহুর্তে অংশ নেবে।

মঙ্গলবার (৫ আগস্ট) দলের কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক শেখ ফজলুল করীম মারুম গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন।

তিনি জানান, ইসলামী আন্দোলনের আমীর চরমোনাই পীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল বিকাল চারটায় আয়োজনস্থলে পৌছাবেন।

প্রতিনিধি দলে থাকবেন, দলের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন ও দলের যুগ্মমহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।