| |
               

মূল পাতা মুসলিম বিশ্ব বছরে দশ হাজার মেট্রিক টন ক্ষমতাসম্পন্ন কিশমিশ প্রক্রিয়াকরণ কারখানা উদ্বোধন করল আফগান


বছরে দশ হাজার মেট্রিক টন ক্ষমতাসম্পন্ন কিশমিশ প্রক্রিয়াকরণ কারখানা উদ্বোধন করল আফগান


শেখ আশরাফুল ইসলাম     01 August, 2025     04:09 PM    


ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের কাবুল প্রদেশের ইস্তালিফ জেলায় আজ একটি আধুনিক কিশমিশ প্রক্রিয়াজাতকরণ কারখানার আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন দেশটির ডেপুটি প্রধানমন্ত্রী মোল্লা আব্দুল গনি বারাদার।

বুধবার (৩০ জুলাই) দেশটির সংবাদমাধ্যম আরটিএ প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

উদ্বোধনী অনুষ্ঠানে মোল্লা আব্দুল গনি বারাদার বলেন, এই কারখানাটি দেশের অর্থনীতিকে চাঙ্গা করবে। একই সাথে রপ্তানি বাড়বে এবং শত শত মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই প্রতিষ্ঠানটি।

ইমারাতে ইসলামিয়া কৃষি খাতে বিশেষ গুরুত্ব দিচ্ছে উল্লেখ করে তিনি বলেন, কৃষি অর্থনীতি উন্নয়নে সহায়তার জন্য একাধিক সেচ ব্যবস্থাপনা প্রকল্প শুরু হয়েছে। পাশাপাশি রপ্তানির উন্নয়নে শুল্ক বৃদ্ধিসহ নানা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এবং দেশীয় বিকল্প পণ্যের ব্যবহার বাড়াতে আমদানিকৃত পণ্যের উপর শুল্ক আরোপ করা হয়েছে।

তিনি বলেন, ইতোমধ্যে সেচ ব্যবস্থার উন্নয়ন, হিমাগার নির্মাণ, প্রক্রিয়াজাতকরণ ও প্যাকেজিং ইউনিট গঠনসহ কৃষি খাতে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।

তিনি আরও বলেন, রপ্তানি মানের প্যাকেজিং দেশের মর্যাদা রক্ষা ও আন্তর্জাতিক বাণিজ্যিক সম্পর্ক জোরদারে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি জানান, আঞ্চলিকভাবে বাণিজ্য সম্প্রসারণে ইসলামি আমিরাত বিশেষ গুরুত্ব দিচ্ছে। আফগানিস্তানের রেলপথ সম্প্রসারিত হয়েছে এবং ল্যাপিস লাজুলি করিডোর সম্পূর্ণ চালু করার লক্ষ্যে কাজ চলছে। ইউরোপীয় বাজারে প্রবেশাধিকার সহজ করতে সম্প্রতি ইসিও সম্মেলনে বিভিন্ন দেশের সঙ্গে আলোচনা হয়েছে।

তিনি বেসরকারি খাতের ভূমিকা এবং বিনিয়োগকারীদের অবদানকে প্রশংসা করে বলেন, শিল্প, কৃষি, খনি, জ্বালানি, টেলিকমিউনিকেশন, পরিবহন ও সেবা খাতে বিনিয়োগকে স্বাগত জানানো হচ্ছে। পাশাপাশি সরকার বিনিয়োগকারীদের জন্য নানা সহায়তামূলক পদক্ষেপ নিয়েছে।

মোল্লা বারাদর কারখানা কর্তৃপক্ষকে গুণগত মানের উপর বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, আন্তর্জাতিক মানের প্রক্রিয়াজাতকরণ ও প্যাকেজিং নিশ্চিত করলে আফগান পণ্যের প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধি পাবে।

উল্লেখযোগ্যভাবে, আফগান সামুন কিশমিশ প্রক্রিয়াজাতকরণ কারখানায় প্রস্তুতকৃত পণ্য রাশিয়া, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ভারত, কানাডা, আমেরিকা, ব্রিটেন এবং পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে রপ্তানি করা হবে। 

সূত্র : টিআরটি