মূল পাতা মুসলিম বিশ্ব আল জাজিরার আরবি বিভাগের প্রধানের সাথে বৈঠক করলেন আফগান রাষ্ট্রদূত
রহমত নিউজ 01 August, 2025 03:15 PM
কাতারে নিযুক্ত আফগান রাষ্ট্রদূত মুহাম্মদ সুহাইল শাহিন মিডিয়া ও সাংস্কৃতিক খাতে সহযোগিতা বাড়াতে আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরার আরবি বিভাগের প্রধান আহমাদ আল ইয়াফেয়ীর সাথে সাক্ষাত করেছেন।
বৃহস্পতিবার (৩১ জুলাই) আফগান সংবাদমাধ্যম আরিয়ানার এক প্রতিবেদনে একথা জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, মিডিয়া ও সাংস্কৃতিক খাতে সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে কাতারে নিযুক্ত আফগান রাষ্ট্রদূত মুহাম্মদ সুহাইল শাহিন আল জাজিরার আরবি বিভাগের প্রধান আহমদ আল ইয়াফেয়ীর সাথে একটি বৈঠকে মিলিত হয়েছেন।
বৈঠকে সাংস্কৃতিক সহযোগিতা জোরদার, সাংবাদিক প্রশিক্ষণ কর্মসূচি বৃদ্ধি, আফগানিস্তান ও আল জাজিরার মাঝে মিডিয়া সম্পর্ক গভীর করার ব্যাপারে আলোচনা হয়।
সত্য উপস্থাপনে বিশ্বজুড়ে অবদান রেখে চলায় আফগান রাষ্ট্রদূত আন্তর্জাতিক গণমাধ্যমটির প্রশংসা করেন। আফগানিস্তানের প্রতি সহযোগিতা অব্যাহত রাখতে ও সহযোগিতা সম্প্রসারণের ব্যাপারে তাদের উৎসাহিত করেন।
জবাবে আহমাদ আল ইয়াফেয়ী আফগানিস্তান উন্নতি করছে বলে উল্লেখ করেন। ইমারাত সরকারের মিডিয়া উদ্যোগে নিজেদের সম্পৃক্ততা ও সমর্থন বাড়াতে আল জাজিরা প্রস্তুত রয়েছে বলেও জানান।