| |
               

মূল পাতা মুসলিম বিশ্ব কাবায় ফিলিস্তিনি পতাকা উত্তলন করায় হজ্বযাত্রী আটক; নিন্দার ঝড়


কাবায় ফিলিস্তিনি পতাকা উত্তলন করায় হজ্বযাত্রী আটক; নিন্দার ঝড়


মুসলিম বিশ্ব     29 July, 2025     11:00 AM    


সৌদি আববের মক্কার মসজিদুল হারামের পাশে ফিলিস্তিনের পতাকা উত্তোলন করে দেশটির নিরাপত্তা বাহিনীর হাতে এক মিশরীয় হজ্বযাত্রী আটক হয়েছেন বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম মিডল ইস্ট আই।

রোববার (২৭ জুলাই) সংবাদমাধ্যমটির প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, এ ঘটনায় মতপ্রকাশের স্বাধীনতা সীমিত করার অভিযোগ উঠেছে সৌদি সরকারের বিরুদ্ধে। ওই ব্যক্তি গাজ্জায় দখলদার ইসরাইলি আগ্রাসনের দাবি জানিয়ে ফিলিস্তিনের পতাকা তুলে ধরেছিলেন।

অনলাইনে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে আবেগঘন দৃশ্যে ওই হজ্বযাত্রীকে বলতে শোনা যায়, “গাজ্জার শিশুরা মারা যাচ্ছে। হে মুসলমানরা!”। এরপরই সৌদি নিরাপত্তা বাহিনীর সদস্যরা সেখানে উপস্থিত হয়ে তাকে আটক করেন। 

এ ঘটনার পর ইসলামের পবিত্র স্থানগুলোতে সৌদি সরকারের রাজনৈতিক অভিব্যক্তির উপর কঠোর নিষেধাজ্ঞা নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। সৌদি কর্তৃপক্ষের দাবি, হজ্ব ও ওমরাহর সময় কোনো ধরনের স্লোগান, পতাকা বা রাজনৈতিক প্রতীক নিষিদ্ধ রাখা হয়, যাতে ইবাদতের পবিত্রতা বজায় থাকে।

তবে অনেকেই বলছেন, এই নীতির আড়ালে সৌদি সরকার মূলত ফিলিস্তিনের প্রতি সংহতির প্রকাশ দমন করছে এবং মুসলিম সংহতির কণ্ঠরোধ করছে।