| |
               

মূল পাতা আন্তর্জাতিক ভারতে তিন হিন্দু যুবক মিলে নির্মমভাবে হত্যা করল এক মুসলিম যুবককে


ভারতে তিন হিন্দু যুবক মিলে নির্মমভাবে হত্যা করল এক মুসলিম যুবককে


শেখ আশরাফুল ইসলাম     28 July, 2025     03:09 PM    


গত ২৩ জুলাই ভারতের ত্তর প্রদেশের ফতেহপুরে হিন্দুত্ববাদী সংগঠনের সাথে জড়িত তিন হিন্দু যুবক মিলে ১৭ বছর বয়সী মুহাম্মাদ আরিশ নামে এক মুসলিম ছাত্রকে নির্মমভাবে হত্যা করেছে।

সোমবার (২৮ জুলাই) ভারতের গণমাধ্যম মুসলিম মিররের প্রকাশিত এক সংবাদ থেকে এ তথ্য জানা যায়।

সংবাদমাধ্যমটি জানায়, স্কুল শেষে বাড়ি ফিরছিলেন মুহাম্মাদ আরিশ। তখনই তার উপর হামলা শুরু হয়। হর্ষবর্ধন পান্ডে, দীপক সবিতা এবং ভারত সরকার নামে পরিচিত তিন ব্যক্তি আরিশের উপর রড এবং লাঠি দিয়ে আঘাত করে।

হর্ষবর্ধন পান্ডে একটি উগ্র হিন্দুত্ববাদী সংগঠনের সাথে প্রত্যক্ষ্যভাবে জড়িত বলেও জানিয়েছে সংবাদমাধ্যমটি।

আরিশের দাদা রুয়াব আহমেদ অভিযোগ করে বলেন, “হামলাকারীরা ঘটনাস্থলে অপেক্ষা করছিল। আমার নাতি আসার সাথে সাথেই ওরা তার উপর আক্রমণ করে, যতক্ষণ না সে অজ্ঞান হয়ে যায়।”

স্থানীয়রা অ্যাম্বুলেন্স ডাকার আগেই, গুরুতর আঘাতের কারণে আরিশ প্রচুর রক্ত বমি করে ফেলেন। তাকে দ্রুত ফতেহপুরের সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং তারপর কানপুরের একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। তবে তাকে বাঁচানো যায়নি। ঘটনার পরের দিন ২৪শে জুলাই তিনি মারা যান।

পরিবারের অভিযোগ, পূর্বের বিরোধের জেরেই এই প্রাণঘাতী হামলার ঘটনা ঘটেছে। তারা জানিয়েছে, অভিযুক্তদের একজন হর্ষবর্ধন এক বছর ধরে তাকে হুমকি দিয়ে আসছিলেন।

কোতোয়ালি থানায় একটি এফআইআর দায়ের করা হয়েছে। অভিযুক্তদের মধ্যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং একজন পলাতক রয়েছে। একজন জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা নিশ্চিত করেছেন যে অপরাধীকে ধরতে অভিযান চালানো হচ্ছে।

সূত্র : মুসলিম মিরর