| |
               

মূল পাতা মুসলিম বিশ্ব আল্লাহর নামে সমুদ্রে ভাসিয়ে দেওয়া খাদ্য বোতল এসে পৌঁছাল গাজ্জার উপকূলে


আল্লাহর নামে সমুদ্রে ভাসিয়ে দেওয়া খাদ্য বোতল এসে পৌঁছাল গাজ্জার উপকূলে


মুসলিম বিশ্ব     28 July, 2025     02:10 PM    


আল্লাহর উপর ভরসা করে সমুদ্রে ভাসিয়ে দেওয়া খাদ্য বোতল ভাসতে ভাসতে অবশেষে ‍পৌঁছেছে গাজ্জার উপকূলে। আর সেগুলো কুঁড়িয়ে পাচ্ছেন  চরম দুর্ভিক্ষ ও গণহত্যার শিকার ফিলিস্তিনিরা।

রবিবার (২৭ জুলাই) আল জাজিরায় মিশরীয় খাদ্য বোতল কুড়িয়ে পাওয়া তেমনি এক যুবকের ভিডিও প্রকাশ করা হয়।

ভিডিওতে দেখা যায়, সমুদ্র ভেসে আসা একটি ডালের বোতল হাতে নিয়ে একজন যুবক খুব উৎফুল্লতার সাথে মিশরীয়দের ধন্যবাদ দিচ্ছেন।

তিনি তার বক্তব্যে বলছিলেন, মিশরীয় ভাইয়েরা, আমরা তোমাদের ভাসিয়ে দেওয়া খাদ্যের কিছু বোতল পেয়েছি। আমি চাল ও ডালের বোতল পেয়েছি। আজ আমরা ডাল খাবো। আমার এই ডালের বোতলটি একজন জেলে সমুদ্র থেকে পেয়েছে। সে আমাদের বলেছে, উপকূলের অদূরে আরো অনেক খাদ্যের বোতল ভাসছে। বোতলে থাকা কাগজ থেকে আমরা জানতে পেরেছি এসব তোমরা ভাসিয়েছিলে।

‘এতে লেখা ছিলো ফিলিস্তিন দীর্ঘজীবী হোক। আমরা দোয়া করছি, আল্লাহ পাক তোমাদের দীর্ঘজীবী করুন। মিশর ও পুরো আরব ভূখণ্ডকে দীর্ঘজীবী করুন।’

এর আগে, গত ২৩ জুলাই মিশরীয় যুবকদের একটি ভিডিও বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে। যেখানে দেখা যায়, মিশরীয়রা প্লাস্টিকের বোতলে চাল, ডাল, বাদাম সহ বিভিন্ন ধরণের শুকনো খাবার ঢুকিয়ে তা সমুদ্রে ভাসিয়ে দিচ্ছেন ফিলিস্তিনিদের উদ্দেশ্যে।

বোতলটি ছুড়ার সময় তারা বলছিলেন, হে আল্লাহ, তুমি যেভাবে হযরত নূহ আলাইহিসসালামকে সমুদ্রের বিশাল ঢেউয়ের বিপরীতে বহাল তবিয়তে ভাসিয়ে নিয়েছিলে, সেভাবে এগুলোকে আমাদের পক্ষ থেকে গাজ্জায় পৌঁছে দাও।