রহমত নিউজ 27 July, 2025 08:10 PM
ভারতের হিন্দুত্ববাদী বিজেপি সরকার বাংলা ভাষাভাষীদের কে বাংলাদেশী তকমা লাগিয়ে সীমান্তের ভিতরে জোর পূর্বক (পুশব্যাক) পাঠিয়ে দেয়ার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ খেলাফত আন্দোলন।
রোববার (২৭ জুলাই) দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের এক জরুরী পরামর্শ সভায় সভাপতির বক্তব্যে খেলাফত আন্দোলনের আমীর মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী ও মহাসচিব মাওলানা ইউসুফ সাদেক হক্কানী এ নিন্দা জানান।
মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী বলেন, ভারতের দিল্লি, গুজরাট, রাজস্থান,ঊরিষ্যা, ত্রিপুরা, আগরতলা সহ ভারত ব্যাপী বাংলা ভাষাভাষীদেরকে যাচাই-বাছাই না করে সম্পূর্ণ বে আইনি ভাবে বাংলাদেশ সীমান্তের ভিতরে ঠেলে দিয়ে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে। বিবিসি সহ দেশী-বিদেশী একাধিক সংবাদ মাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী এ পর্যন্ত প্রায় দেড় হাজার লোককে বাংলাদেশ সীমান্তের ভিতরে ঠেলে দিয়েছে ভারতীয় বাহিনী বিএসএফ।
মাওলানা ইউসুফ সাদেক হক্কানী বলেন,বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশী হওয়া প্রমাণিত হয় না। ভারতের অসংখ্য লোক বাংলা ভাষায় কথা বলে। তাই বলে তাদেরকে বাঙালি তকমা দিয়ে জোরপূর্বক বাংলাদেশে ঠেলে দেয়া অমানবিক কাজ। ভারত সরকারের এই জঘন্য মানবতাবিরোধী উদ্যোগের ক্ষোভ প্রকাশ করে অবিলম্বে পুশব্যাক বন্ধ করার জন্য ভারত সরকারকে চাপ দিতে আন্তর্জাতিক মহলের সহযোগিতা কামনা করেন তিনি।
বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, দলের মহাসচিব মাওলানা ইউসুফ সাদেক হক্কানী, নায়েবে আমির মাওলানা মুজিবুর রহমান হামিদী, যুগ্ম মহাসচিব মাওলানা সানাউল্লাহ হাফেজ্জী, সাংগঠনিক সম্পাদক মুফতী সুলতান মহিউদ্দিন ও প্রচার সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম সুনামগঞ্জী।