মূল পাতা আন্তর্জাতিক নাইজেরিয়ায় অপুষ্টিতে ভোগে গত ছয় মাসে ৬৫২ শিশুর মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক 27 July, 2025 06:04 PM
২০২৫ সালের শুরু থেকে এখন পর্যন্ত গত ছয় মাসে অপুষ্টিতে ভোগে ৬৫২টি শিশুর মৃত্যু হয়েছে।
সাম্প্রতি দাতব্য চিকিৎসা সংস্থা ডক্টরস উইদাউট বর্ডারস (এমএসএফ) প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
বিবৃতিতে বলা হয়, সময়মতো প্রয়োজনীয় সেবা না পাওয়ার ফলে ২০২৫ সালের শুরু থেকে এখন পর্যন্ত গত ছয় মাসে অন্তত ৬৫২ শিশুর মৃত্যু হয়েছে।
সংস্থাটি বলছে, উত্তর নাইজেরিয়ায় বর্তমানে পুষ্টিহীনতার সংকট ভয়াবহ আকার ধারণ করেছে।
চলতি বছরের প্রথমার্ধে এমএসএফের দলগুলো কাটসিনা রাজ্যে প্রায় ৭০ হাজার শিশুর অপুষ্টির চিকিৎসা করেছে। এদের মধ্যে প্রায় ১০ হাজার শিশুকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। গত বছরের একই সময়ের তুলনায় এ বছর শিশুদের মধ্যে অত্যন্ত তীব্র ও প্রাণঘাতী পুষ্টিহীনতা ২০৮ শতাংশ বেড়েছে।
এমএসএফের বিবৃতিতে বলা হয়, ২০২৫ সালের শুরু থেকে আমাদের পরিচালিত বিভিন্ন কেন্দ্রে এখন পর্যন্ত দুর্ভাগ্যজনকভাবে ৬৫২টি শিশু মারা গেছে। কারণ, সময়মতো তারা প্রয়োজনীয় সেবা পায়নি।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈদেশিক ব্যয় কমানোর সিদ্ধান্তের ফলে বৈদেশিক সাহায্যে বিশাল কাটছাঁট, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং উগ্রবাদীদের হামলার বৃদ্ধির সাথে মিলিত হয়ে উত্তর নাইজেরিয়ায় ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে।
এমএসএফের নাইজেরিয়ার প্রতিনিধি আহমেদ আলদিখারি বলেন, আমেরিকার পাশাপাশি ব্রিটেন ও ইউরোপীয় ইউনিয়নের কাছ থেকেও সহায়তা হ্রাসের কারণে অপুষ্টিতে ভোগা শিশুদের চিকিৎসা ব্যাহত হচ্ছে। এই সংকটের প্রকৃত মাত্রা সব পূর্বাভাসকে ছাপিয়ে গেছে।
দাতব্য সংস্থাটি ৭৫০ জন মায়ের ওপর একটি জরিপ পরিচালনা করেছে। এতে অংশগ্রহণকারীদের অর্ধেকের বেশি ভয়াবহ অপুষ্টিতে ভুগছেন, যাদের মধ্যে ১৩ শতাংশের অবস্থা গুরুতর।
এদিকে চলতি সপ্তাহের শুরুতে ডব্লিউএফপি সতর্ক করে বলেছে, ভয়াবহ অর্থসংকটের কারণে জুলাইয়ের শেষ নাগাদ তারা নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে ১৩ লাখ মানুষকে দেয়া সব জরুরি খাদ্য ও পুষ্টিসহায়তা বন্ধ করতে বাধ্য হবে।