রহমত নিউজ 26 July, 2025 02:48 PM
ঐকমত্যের ভিত্তিতে অবিলম্বে জুলাই সনদ ঘোষণার আহ্বান জানিয়েছেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় নেতারা।
শুক্রবার (২৬ জুলাই) বিকেলে ঢাকার পুরানা পল্টনে খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত কেন্দ্রীয় নির্বাহী বৈঠকে নেতৃবৃন্দ এ কথা বলেন।
দলের আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদের সভাপতিত্বে ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরের পরিচালনায় এতে উপস্থিত ছিলেন অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
এ সময় বৈঠকে উদ্বেগ প্রকাশ করে নেতারা বলেন, সম্প্রতি গোপালগঞ্জে সন্ত্রাসী হামলা ও উত্তরা বিমান দুর্ঘটনা পরবর্তি অস্থিতিশীল পরিস্থিতি মোকাবিলা করতে অন্তর্বর্তী সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে। প্রশাসনের নাকের ডগায় নিষিদ্ধ আওয়ামী লীগ সন্ত্রাসীরা এসব পরিস্থিতির অপব্যবহারের সুযোগ নিচ্ছে। এইচএসসি পরীক্ষার মতো গুরুত্বপূর্ণ পাবলিক পরীক্ষা স্থগিতের ঘোষণা মধ্য রাতে নয়, ওইদিন সন্ধ্যার মধ্যেই দেওয়া যেত।
নেতারা আরও বলেন, ঐকমত্যের ভিত্তিতে অবিলম্বে জুলাই সনদ ঘোষণা করতে হবে।
নেতারা জাতিসংঘের মানবাধিকারবিষয়ক কার্যালয় স্থাপনের অনুমোদন বাতিলের দাবিও জানান।