| |
               

মূল পাতা রাজনীতি ইসলামী দল ঢাকায় জাতিসংঘের অফিস স্থাপনের ব্যাপারে কোনো আন্তরিকতা নয় : মাওলানা আফেন্দী


ঢাকায় জাতিসংঘের অফিস স্থাপনের ব্যাপারে কোনো আন্তরিকতা নয় : মাওলানা আফেন্দী


রহমত নিউজ     25 July, 2025     04:31 PM    


ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস স্থাপনের ব্যাপারে কোনো দরদ বা আন্তরিকতা নয় বলে হুঁশিয়ারি দিয়েছেন জমিয়ত উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী।

তিনি বলেন, এটি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের উপর আঘাত হিসেবে বিবেচিত হবে।

শুক্রবার (২৫ জুলাই) বাদ জুমা বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে জমিয়ত আয়োজিত বিক্ষোভ সমাবেশ ও মিছিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সমাবেশে দলের অন্যান্য নেতারা বলেন, অন্তবর্তী সরকারের কাজ ছিলো ফ্যাসিস্টের সহযোগীদের বিচার করা। কিন্তু সেটা না করে পশ্চিমাদের সহযোগিতায় বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে খেলা শুরু করেছে। অতীতে বৃটিশরা ২০০ বছর শাসন করেও আমাদের দমিয়ে রাখতে পারেনি। ইউনুসের ওপর ভর করে যদি আবার আমেরিকা চেপে বসতে চায় প্রয়োজনে জীবন দেবো কিন্তু স্বাধীনতা বিসর্জন হতে দেবো না।

তারা আরও বলেন, আমাদের পাশের দেশ ভারত, পাকিস্তান, ভুটান, মিয়ানমারসহ কোনো দেশে মানবাধিকার অফিস নেই। কেনো বাংলাদেশে মানবাধিকার অফিস স্থাপন করতে যাচ্ছে। দেশে স্বাধীনতা সার্বভৌমত্ব বিসর্জন দিতেই এই অফিস স্থাপন করতে যাচ্ছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।