রহমত নিউজ 21 July, 2025 04:33 PM
রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় ১১ জন নিহত হয়েছেন। এছাড়াও শতাধিক শিক্ষার্থী অগ্নিদগ্ধ হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের অধিকাংশের অবস্থা আশঙ্কাজনক।
জানা যায়, অগ্নিদগ্ধ ৮০ জনকে জাতীয় বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। সিএমএইচ, লুবানা হাসপাতাল, উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতাল, কুয়েত-মৈত্রী হাসপাতালসহ অন্যান্য হাসপাতালে বাকিরা ভর্তি রয়েছেন।
সোমবার (২১ জুলাই) দুপুরে ১টায় রাজধানীর উত্তরায় দিয়া বাড়ি মেট্রোরেল স্টেশনের পাশে মাইলস্টোন স্কুলে ক্লাস রুম ও কেন্টিনের ওপর বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয়।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, বাংলাদেশ বিমানবাহিনীর এফ-৭ বিজেআই প্রশিক্ষণ বিমান রাজধানীর উত্তরায় বিধ্বস্ত হয়েছে। বিমানটি ১টা ৬ মিনিটে উড্ডয়ন করে বিধ্বস্ত হয়।