রহমত নিউজ 19 July, 2025 12:34 PM
রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে “জাতীয় সমাবেশ” করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সমাবেশকে কেন্দ্র করে নেতাকর্মীদের ঢল নেমেছে সোহরাওয়ার্দী উদ্যানে। সমাবেশ আনুষ্ঠানিকতা শুরুর অনেক আগেই দলটির নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে সোহরাওয়ার্দী উদ্যান প্রায় কানায় কানায় পূর্ণ হয়ে যায়।
সারাদেশ থেকে বাস, ট্রেন ও লঞ্চে করে আসা নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশস্থলে প্রবেশ করছেন। তাদের হাতে জাতীয় পতাকা, দলীয় প্রতীক দাঁড়িপাল্লা রয়েছে। উদ্যানের বাইরেও জামায়াতের হাজার হাজার নেতাকর্মী অবস্থান করছেন।
শনিবার (১৯ জুলাই) সকাল ১১টার দিকে সোহরাওয়ার্দী উদ্যান ঘুরে এসব চিত্র দেখা গেছে। দুপুর ২টায় আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হওয়ার কথা।
দলটির দায়িত্বশীল নেতারা জানান, আজকের সমাবেশে স্মরণকালের সবচেয়ে বড় জনসমাগম ঘটবে। জামায়াতের উদ্দেশ্য— বড় ধরনের সমাবেশ করে রাজনীতির মাঠে নতুনভাবে আলোড়ন সৃষ্টি করা।
সমাবেশ থেকে নতুন প্রজন্মের উদ্দেশে গুরুত্বপূর্ণ বার্তা দেবেন জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান—জানান নেতাকর্মীরা।