রহমত নিউজ 17 July, 2025 08:42 PM
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৮ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের রিকশা প্রতীকে মনোনয়ন পেয়েছেন মুফতী নেয়ামতুল্লাহ আমিন।
বৃহস্পতিবার (১৭ জুলাই) রাজধানীর পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তার নাম ঘোষণা করেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক।
দলীয় সূত্রে জানা গেছে, জনসম্পৃক্ততা, নেতৃত্বগুণ ও ইসলামি আদর্শে অবিচল থাকার কারণে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সিদ্ধান্তেই তাকে ঢাকা-১৮ আসনে মনোনয়ন দেওয়া হয়েছে।
চব্বিশের জুলাই আন্দোলনের সময় উত্তরা এলাকায় ছাত্রদের সামনে রেখে ব্যাপক প্রতিরোধ গড়ে তুলেছিলেন মুফতী নেয়ামতুল্লাহ আমীন।