মূল পাতা মুসলিম বিশ্ব ফিলিস্তিনের চূড়ান্ত মুক্তির অধ্যায় লিখে গেছেন কমান্ডার দেইফ : আবু উবায়দা
শেখ আশরাফুল ইসলাম 14 July, 2025 02:16 PM
ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের শহীদ কমান্ডার মুহাম্মাদ দেইফের শাহাদাতবার্ষিকী উপলক্ষে বীরত্বগাথা স্মরণ করেছেন সংগঠনের মুখপাত্র আবু উবায়দা।
ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলি দখলদারিত্বের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার শপথ করে তিনি বলেন, দেইফসহ সকল শহীদ ভাই রক্ত দিয়ে ফিলিস্তিনের মুক্তির চূড়ান্ত অধ্যায় লিখে গেছেন। অতএব, আমাদের শুত্রুরা ফিলিস্তিনি ভূমিতে কখনও শান্তিতে বাস করতে পারবে না।
রোববার (১৩ জুলাই) টেলিগ্রাম চ্যানেলে দেওয়া এক বিবৃতিতে আবু উবায়দা এসব কথা বলেন বলে জানিয়েছে সংবাদমাধ্যম আল মায়াদিন।
শহীদ কমান্ডার মুহাম্মাদ দেইফকে স্মরণ করে তিনি বলেন, আপনার ভাইয়েরা, সন্তানেরা ও বিশ্বজুড়ে অনুসারীরা আপনার পথেই আগাচ্ছে এবং দখলদার শক্তির উপর কৌশলগত আক্রমণ করছে।
নিজের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া সেই বিবৃতিতে তিনি আরও বলেন, দেইফ “আল আকসা বন্যা” অভিযানে নেতৃত্ব দিয়েছিলেন। তিনি তার ভাইদের সাথে নিয়ে ইহুদিবাদী শত্রুর উপর সবচেয়ে বিধ্বংসী আঘাত করেছিলেন। ফিলিস্তিনের প্রতি জাতির শক্তিকে একত্রিত করেছিল এবং ফিলিস্তিনিদের সংগ্রামকে সামনে এগিয়ে নিয়ে গেছেন তিনি।
আবু উবায়দা বলেন, কয়েক দশকের জিহাদ, সাধনা, ত্যাগ, নেতৃত্ব এবং প্রতিভার পরিসমাপ্তি ঘটে শাহাদাতের মাধ্যমে। আমাদের মহান কমান্ডার এখন শহীদদের কাতালে শামিল হয়েছেন। তার এবং তার সহকর্মী কমান্ডারদের রক্ত এখন আমাদের জাতির মর্দে মুজাহিদদের রক্তের সাথে মিশে গেছে।
উল্লেখ্য; শীর্ষ কমান্ডার মুহাম্মাদ দেইফ শহীদ হওয়ার বিষয়টি গত ৩০ জানুয়ারী আল-কাসসাম ব্রিগেড ঘোষণা করে।
সূত্র : আল মায়াদিন