মূল পাতা মুসলিম বিশ্ব চলতি বছরের প্রথমার্ধেই পাক-আফগান বাণিজ্য প্রায় ১ বিলিয়ন ডলার
শেখ আশরাফুল ইসলাম 13 July, 2025 01:48 PM
চলতি বছরের প্রথমার্ধে, অর্থাৎ ২০২৫ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে বাণিজ্যের পরিমাণ প্রায় ১ বিলিয়ন ডলার। এরমধ্যে ২৭৭ মিলিয়ন ডলার পাকিস্তানে রপ্তানি করেছে আফগানিস্তান।
শনিবার (১২ জুলাই) শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয় এ তথ্য প্রকাশ করেছে বলে এক প্রতিবেদনে জানায় আফগান সংবাদমাধ্যম টোলো নিউজ।
মন্ত্রণালয়ের তথ্যমতে, আফগানিস্তানের প্রধান রপ্তানি পণ্যের মধ্যে ছিল তুলা, কয়লা, পেঁয়াজ, টমেটো, কিশমিশ, মুগ ডাল এবং ট্যালক পাথর।
মন্ত্রণালয়ের মুখপাত্র আখুন্দজাদা আব্দুস সালাম জাওয়াদ বলেন, ২০২৫ সালের প্রথমার্ধে পাকিস্তানের সাথে আফগানিস্তানের বাণিজ্যের পরিমাণ ছিল ৯৮৯ মিলিয়ন ডলার, যার মধ্যে ২৭৭ মিলিয়ন ডলার রপ্তানি এবং ৭১২ মিলিয়ন ডলার ছিল আমদানি। মূল রপ্তানির মধ্যে ছিল তুলা, কয়লা, পেঁয়াজ, টমেটো, কিশমিশ, মুগ ডাল এবং ট্যালক। যেখানে আমদানিতে ছিল সেল্লা চাল, চিকিৎসা ওষুধ, চিনি, সুতির টেক্সটাইল এবং কারখানার কাঁচামাল।
এদিকে, আফগানিস্তান চেম্বার অফ কমার্স অ্যান্ড ইনভেস্টমেন্ট জোর দিয়ে বলেছে, গোলাম খান ক্রসিং বন্ধ থাকা সত্ত্বেও, গত বছরের একই সময়ের তুলনায় আফগানিস্তানের রপ্তানি ব্যবস্থাপনা অনেক উন্নত হয়েছে।
চেম্বারের কর্মকর্তারা জানিয়েছেন, স্পিন বোলদাক, তোরখাম এবং দান্ড পাটান ক্রসিং দিয়ে আফগান পণ্য রপ্তানি করা হয়, যার মধ্যে কিছু গত বছর বন্ধ ছিল।
চেম্বারের বোর্ড সদস্য খান জান আলোকোজাই বলেন, গত বছরের তুলনায় পাকিস্তানের সাথে বাণিজ্য স্বাভাবিক। চামন, তোরখাম এবং দান্ড পাটান দিয়ে রপ্তানি হচ্ছে, বিশেষ করে তাজা ফল এবং সবজি। গুলাম খান রুট বন্ধ থাকার পরও পরিস্থিতি গত বছরের তুলনায় ভালো।
কৃষি ও প্রাণিসম্পদ চেম্বারের প্রথম ডেপুটি মিরওয়াইস হাজি জাদা বলেন, ইমরাতে ইসলামিয়া সরকারের আমার সুপারিশ হলো অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক জোরদার করার জন্য আমাদের বন্ধুত্বপূর্ণ এবং প্রতিবেশী দেশ পাকিস্তানের সাথে গঠনমূলক যোগাযোগ বজায় রাখা। পাকিস্তান আফগানিস্তানের জন্য একটি ভালো বাজার। আমাদের কাছে স্থানীয়ভাবে পাকিস্তানের অনেক কৃষি পণ্য পাওয়া যায় না।
এই কর্মকর্তাদের মতে, আফগান রপ্তানি পণ্যের বিরুদ্ধে পাকিস্তানের বারবার বাধার ফলে বাণিজ্যের পরিমাণ উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। ফলে আফগান ব্যবসায়ীরা পাকিস্তানি বাজারের সাথে জড়িত হতে নিরুৎসাহিত হচ্ছেন।
সূত্র : টোলো নিউজ