মূল পাতা আন্তর্জাতিক সংঘর্ষে পাকিস্তানের সাথে ছিল চীন-তুরস্ক : ভারতীয় উপ সেনাপ্রধান
শেখ আশরাফুল ইসলাম 05 July, 2025 04:56 PM
পাকিস্তানের সাথে সংঘর্ষে ভারতের তিন প্রতিপক্ষ ছিল বলে দাবি করেছে দেশটির উপ-সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল রাহুল আর সিং।
শুক্রবার (৪ জুলাই) ফেডারেশন অব ইন্ডিয়ান চেম্বারস অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির “নিউ এজ মিলিটারি টেকনোলজিস” প্রোগ্রামে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
তিনি দাবি করেন, সীমান্তে মাত্র এক প্রতিপক্ষের সাথে নয়, তিন প্রতিপক্ষের সাথে লড়াই করতে হয়েছে ভারতকে। প্রতিপক্ষ হিসেবে পাকিস্তান দৃশ্যমান হলেও নেপথ্যে সাহায্য করেছে চীন ও তুরস্ক।
তিনি জোর দিয়ে বলেন, চীনের উপর পাকিস্তানের নির্ভরতা অনেকের ধারণার চেয়েও গভীরতর হয়েছে গত পাঁচ বছরে পাকিস্তানের ৮১% সামরিক সরঞ্জাম এসেছে চীন থেকে।
তিনি বলেন, অপারেশন সিন্দুরের সময় তুরস্কের সরবরাহ করা ড্রোনগুলোকে সরাসরি অপারেশনাল তথ্য দিয়েছে চীন। যার ফলে ভারতের ফ্রন্টলাইন সার্বক্ষণিক নজরদারিতে ছিল।
সূত্র : দ্য ইকোনমিক টাইমস