শেখ আশরাফুল ইসলাম 05 July, 2025 12:36 PM
এবার ঢাকায় জাতিসংঘ মানবাধিকারের অফিস স্থাপনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতী আব্দুল মালেক।
তিনি বলেন, জাতিসংঘের পক্ষ থেকে একজন আবাসিক সমন্বয়কারীকে পাঠানো হবে। আপনারা জানেন তার ব্যাপারে? তিনি সমকামী! লজ্জায় মরে যাওয়া উচিত বাংলাদেশিদের। তাদের কাছে কুরআন-হাদিস থাকতে, নবীজির সিরাত থাকতে মানবতা শেখানোর আসতে হচ্ছে পশ্চিমা দেশে থেকে। আমরা আল্লাহকে সাক্ষি রাখছি, এসব অপকর্মের সাথে আমরা একেবারেই সম্পর্কযুক্ত না।
শুক্রবার (৪ জুলাই) জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জুম’আর বয়ানে মুসল্লিদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।
আক্ষেপ প্রকাশ করে তিনি বলেন, এটা জাতীয় মসজিদ, অথচ এখানে জাতীয় কোনো ইস্যু নিয়ে কেউ আসে না। আসে শুধু পানি পড়া নেওয়ার জন্য। দোয়া চাইতে আসে। কুরআন-সুন্নাহ’র আলোকে জাতীয় ইস্যুতে পরামর্শ নিতে কেউ আসে না।
‘কেউ বলে না, ঢাকায় জাতিসংঘের অফিস করার যে কথা উঠছে, এটা কি আমাদের জন্য ঠিক হবে। কুরআন সুন্নাহর আলোকে আমাদেরকে একটু বলুন। এটা লালবাগ শাহী মসজিদের খতিবের কাছেও যায়নি, চকবাজার শাহী মসজিদের খতিবের কাছেও যায়নি, আন্দরকিল্লা জামে মসজিদের খতিবের কাছেও যায়নি, বায়তুল মোকাররমের খতিবের কাছেও আসেনি।’
তিনি আরও বলেন, একটা ধর্ম মন্ত্রণালয় আছে। মাশাল্লাহ এখানে একজন বিজ্ঞ আলেমকে বসানো হয়েছে। প্রথমত যেকোনো বিষয়ে ধর্ম মন্ত্রণালয় থেকে অনুমোদন নিতে হবে, ধর্মীয় দিক থেকে আপত্তি আছে কি-না। তারপর অন্য ফায়সালা বা সিদ্ধান্ত।
মুসল্লিদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, লজ্জায় মরে যাওয়া উচিত বাংলাদেশিদের। তাদের কাছে কুরআন-হাদিস থাকতে, নবীজির সিরাত থাকতে মানবতা শেখানোর আসতে হচ্ছে পশ্চিমা দেশে থেকে। আমরা আল্লাহকে সাক্ষি রাখছি, এসব অপকর্মের সাথে আমরা একেবারেই সম্পর্কযুক্ত না।
অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, যদি বিবেক থাকে, অনেক কাজ তো ভালোই করছিলো, কিন্তু শেষ সময় যদি তাদের ইজ্জত রেখে যেতে চায়, তবে এই ধরণের বেহায়াপনার সাথে জড়িত লোকদেরকে এদেশে আসার অনুমতি দেওয়া থেকে বিরত থাকতে হবে।