| |
               

মূল পাতা আন্তর্জাতিক নির্বাহী আদেশে ট্রান্সজেন্ডার সাঁতারুর স্বর্ণপদক বাতিল করলেন ট্রাম্প


নির্বাহী আদেশে ট্রান্সজেন্ডার সাঁতারুর স্বর্ণপদক বাতিল করলেন ট্রাম্প


আন্তর্জাতিক ডেস্ক     03 July, 2025     12:31 PM    


এবার ট্রাম্পের নির্বাহী আদেশে বাতিল করা হলো ট্রান্সজেন্ডার সাঁতারু লিয়া টমাসের স্বর্ণপদক। মেয়েদের সাথে প্রতিযোগীতায় অংশ নিয়ে স্বর্ণপদক জিতেছিলেন এই ট্রান্সজেন্ডার অ্যাথলেট।

২০২২ সালে আমেরিকার শিক্ষাপ্রতিষ্ঠান পর্যায়ের সর্বোচ্চ আসর এনসিএএ চ্যাম্পিয়নশিপে পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের হয়ে মেয়েদের সাঁতার প্রতিযোগিতায় অংশ নেন লিয়া টমাস। 

জানা যায়, এর আগে ছেলেদের বিভাগে অংশ নেওয়া লিয়া টমাসের র‍্যাঙ্কিং ছিল ৪৬২তম। কিন্তু মেয়েদের বিভাগে অংশ নেওয়ার পর উঠে আসেন র‍্যাঙ্কিংয়ের শীর্ষে। এতে স্পষ্ট বৈষম্যের শিকার হয়েছেন বলে অভিযোগ করেন নারী সাঁতারুরা।

বুধবার (২ জুলাই) এসব তথ্য জানিয়েছে আমেরিকার শিক্ষা বিভাগ। এসময় আরও বলা হয়, প্রতিযোগিতায় অংশ নেওয়া প্রত্যেক নারী সাঁতারুকে ক্ষমাপত্র পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়। 

এক বিবৃতিতে পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয় জানিয়েছে, আমরা স্বীকার করছি যে আমাদের কয়েকজন শিক্ষার্থী ক্রীড়াবিদ ক্ষতিগ্রস্ত হয়েছেন। যারা প্রতিযোগিতায় বৈষম্যের শিকার হয়েছেন বা মানসিক অস্বস্তির মধ্যে পড়েছেন, তাঁদের কাছে আমরা দুঃখ প্রকাশ করব।