রহমত নিউজ 03 July, 2025 09:46 PM
রাজধানীর কামরাঙ্গীরচরে সমমনা ইসলামী দলসমূহের লিয়াজু কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এ সময় আগামী জাতীয় সংসদ নির্বাচনে আসনভিত্তিক একক প্রার্থী দেওয়ার বিষয়ে নিয়ে আলোচনা করেন নেতারা।
বৃহস্পতিবার (৩ জুলাই) রাজধানীর কামরাঙ্গীরচরে জামিয়া নূরিয়ায় বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
এসময় সংস্কার ও পতিত ফ্যাসিবাদীদের বিচার, ওলামায়ে কেরামের বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহার, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে সমমনা ইসলামী দলসমূহের পক্ষ থেকে একক প্রার্থী মনোনয়নের কৌশল নিয়ে আলোচনা হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন, বাংলাদেশ খেলাফত আন্দোলনে আমীর মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, ইসলামী আন্দোলনের সিনিয়র যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান, খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা ইউসুফ সাদিক হক্কানী, নেজামে ইসলাম পার্টি মহাসচিব মাওলানা মুসা বিন ইজহার, বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন, খেলাফত মজলিসের সিনিয়র যুগ্মমহাসচিব এডভোকেট জাহাঙ্গীর হুসাইন ও ঢাকা মহানগর সভাপতি অধ্যাপক আজিজুল হক, খেলাফত আন্দোলনের নায়েবে আমীর মাওলানা মুজিবুর রহমান হামিদী, যুগ্ম মহাসচিব মাওলানা সানাউল্লাহ হাফেজ্জী, সাংগঠনিক সম্পাদক মুফতি সুলতান মহিউদ্দিন, প্রচার সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম সুনামগঞ্জী, শিক্ষা সম্পাদক মুফতি ইলিয়াস মাদারীপুরী ও কেন্দ্রীয় সদস্য মুফতি আবুল হাসান কাসেমী প্রমূখ।