মূল পাতা আন্তর্জাতিক এই মুহূর্তে আমেরিকার সমর্থন পাওয়া যাচ্ছে, পশ্চিমতীর দখলের এটিই উপযুক্ত সময় : নেতানিয়াহুকে ১৪ মন্ত্রী
আন্তর্জাতিক ডেস্ক 03 July, 2025 02:53 PM
ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের ১৪ মন্ত্রী প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কাছে আবেদন জানিয়ে বলেছেন, এই মুহূর্তে আমেরিকার সমর্থন পাওয়া যাচ্ছে। আর তাই পশ্চিমতীর দখলের জন্য এটিই উপযুক্ত সময়।
বৃহস্পতিবার (৩ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।
বার্তাসংস্থাটি বলছে, ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে এক চিঠির মাধ্যমে অবিলম্বে দখলকৃত পশ্চিমতীর পুরোপুরি ইসরাইলের সঙ্গে সংযুক্ত করার দাবি জানিয়েছেন তার নিজ দল লিকুদ পার্টির ১৪ জন মন্ত্রী।
বুধবার (২১ জুলাই) রাতে এই চিঠিটি নেতানিয়াহুর উদ্দেশ্যে পাঠানো হয় এবং উগ্র ইহুদিবাদী অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ সামাজিক মাধ্যমে সেটি প্রকাশ করেন।
চিঠিতে বলা হয়, জুলাইয়ের ২৭ তারিখে শেষ হতে যাওয়া পার্লামেন্টের গ্রীষ্মকালীন অধিবেশন শেষ হওয়ার আগেই পশ্চিমতীরে ‘সার্বভৌমত্ব’ ঘোষণা করা হোক।
ইসরাইলের এই মন্ত্রীদের দাবি, এই মুহূর্তে আমেরিকা এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কৌশলগত সমর্থন ও সহযোগিতা পাওয়া যাচ্ছে। আর তাই এটিই পশ্চিম তীর দখলের জন্য “উপযুক্ত সময়”।
তারা হুঁশিয়ারি দেন, যদি কেবল কিছু বসতি এলাকাকে স্বীকৃতি দিয়ে পশ্চিম তীরে একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার পথে অগ্রসর হওয়া হয়, তবে তা ইসরাইলের অস্তিত্বের জন্য“চরম হুমকি হয়ে দাঁড়াবে।
চিঠিতে স্বাক্ষরকারী ইসরায়েলি মন্ত্রীদের মধ্যে রয়েছেন, প্রতিরক্ষামন্ত্রী, অর্থনীতিমন্ত্রী, কৃষিমন্ত্রী, জ্বালানিমন্ত্রী, যোগাযোগমন্ত্রী, পরিবহনমন্ত্রী, বিচারমন্ত্রী, পর্যটনমন্ত্রী, উদ্ভাবন, সংস্কৃতি, প্রবাস বিষয়ক, শিক্ষা, সামাজিক সাম্য এবং আঞ্চলিক সহযোগিতামন্ত্রী। এছাড়া ইসরায়েলি পার্লামেন্ট নেসেটের স্পিকার আমির ওহানাও এতে স্বাক্ষর করেছেন।