| |
               

মূল পাতা আন্তর্জাতিক পাকিস্তানে আকস্মিক বন্যায় এক সপ্তাহে ৬৪ জনের মৃত্যু


পাকিস্তানে আকস্মিক বন্যায় এক সপ্তাহে ৬৪ জনের মৃত্যু


রহমত নিউজ     02 July, 2025     08:08 PM    


পাকিস্তানে গত এক সপ্তাহের ভারী বৃষ্টিপাত ও আকস্মিক বন্যায় অন্তত ৬৪ জন প্রাণ হারিয়েছেন এবং সেই সাথে আহত হয়েছেন আরও ১১৭ জন।

বুধবার (২ জুলাই) দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ((এনডিএমএ) এই তথ্য জানিয়েছে।

ইসলামাবাদ থেকে এএফপি এনডিএমএ’র বরাতে জানায়, সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশে। সেখানে যেখানে ১০ শিশুসহ ২৩ জন মারা গেছেন।

পূর্বাঞ্চলীয় পাঞ্জাব প্রদেশে ঘরবাড়ি ধসে ও আকস্মিক বন্যায় মারা গেছেন আরও ২১ জন। তাদের মধ্যে ১১ জন শিশু রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।