| |
               

মূল পাতা আন্তর্জাতিক ইরানে মার্কিন হামলায় মুখ খুলল উত্তর কোরিয়া


ইরানে মার্কিন হামলায় মুখ খুলল উত্তর কোরিয়া


আন্তর্জাতিক ডেস্ক     23 June, 2025     10:34 AM    


ইরানে আমেরিকার হামলার নিন্দা জানিয়ে বিবৃতিতে দিয়েছে উত্তর কোরিয়া।

সোমবার (২৩ জুন) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্রের দেওয়া বিবৃতি তুলে ধরে আলজাজিরা জানায়, ইরানের ওপর আমেরিকার হামলার তীব্র নিন্দা জানাচ্ছে উত্তর কোরিয়া। এই হামলা সার্বভৌমত্বের প্রতি সম্মান প্রদর্শন বিষয়ে জাতিসংঘ সনদের লঙ্ঘন।

এতে আরও বলা হয়, এই হামলা একটি সার্বভৌম রাষ্ট্রের আঞ্চলিক অখণ্ডতা এবং নিরাপত্তা স্বার্থকে সহিংসভাবে পদদলিত করেছে।

এ ছাড়া আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আমেরিকা ও ইসরাইলের সংঘাতমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে সর্বসম্মত নিন্দা ও প্রত্যাখ্যানের আওয়াজ তোলার’ আহ্বান জানিয়েছে উত্তর কোরিয়া।

এর আগে, ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাতের মধ্যে ২১ জুন দিনগত রাতে ইরানের ফোরদো, নাতাঞ্জ ও ইস্পাহান—তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায় আমেরিকা। এতে, পারমাণবিক স্থাপনাগুলো ক্ষতিগ্রস্ত হলেও প্রাণহানির ঘটনা ঘটেনি। 

উল্লেখ্য; কোনোপ্রকার উস্কানি ছাড়াই গত ১৩ জুন দিনগত রাত হঠাৎ ইরানে হামলা শুরু করে ইসরাইল। ‘অপারেশন রাইজিং লায়ন’ নামের এই অভিযানে রাজধানী তেহরানসহ ইরানের বিভিন্ন সামরিক স্থাপনা, পরমাণু গবেষণা কেন্দ্র ও আবাসিক স্থাপনায় হামলা চালায় ইহুদিবাদী সেনারা।

হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মোহাম্মদ বাঘেরি, দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) প্রধান কমান্ডার হোসেইন সালামি, খাতাম আল-আনবিয়া সদরদপ্তরের কমান্ডার ও বিপ্লবী রক্ষীবাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তা মেজর জেনারেল গোলাম আলি রশিদ ও দশজন পরমাণু বিজ্ঞানীসহ ৪০০ এর বেশি মানুষের মৃত্যু হয়েছে।

ইহুদিবাদী সন্ত্রাসীদের উপর  ইসরাইলি হামলার পর পাল্টা প্রতিশোধ হিসেবে শুক্রবার রাতে ‘অপারেশন ট্রু প্রমিস-৩ নামে’ অভিযান শুরু করে ইরান। তেহরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের উন্নত আকাশ প্রতিরক্ষাব্যবস্থাকে ভেদ করে গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে আঘাত হানছে। এতে  হতাহত কম হলেও ইসরায়েলের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে।