| |
               

মূল পাতা মুসলিম বিশ্ব ইসলামি শাসনের আলো নিভে যেতে দেওয়া যাবে না, এটি রক্ষা করা আলেমদের দায়িত্ব : আফগান প্রধানমন্ত্রী


ইসলামি শাসনের আলো নিভে যেতে দেওয়া যাবে না, এটি রক্ষা করা আলেমদের দায়িত্ব : আফগান প্রধানমন্ত্রী


মুসলিম বিশ্ব     08 June, 2025     12:51 PM    


ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের প্রধানমন্ত্রী মোল্লা মুহাম্মাদ হাসান আখুন্দ বলেছেন, ইসলামি শাসনের সাফল্যকে বিকৃতভাবে উপস্থাপন করে কিছু পক্ষপাতদুষ্ট মিডিয়া। বিষয়টি দুঃখজনক। নিরাপত্তা ও শরিয়াহভিত্তিক ইসলামি শাসনব্যবস্থা আল্লাহর এক বড় নেয়ামত। এটি রক্ষা করা আলেমদের দায়িত্ব।  ইসলামি শাসনের আলো নিভে যেতে দেওয়া যাবে না।

শনিবার (৭ জুন) সকালে কাবুলের প্রেসিডেন্ট প্রাসাদ আর্গে অনুষ্ঠিত ঈদের নামাজে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় ডেপুটি প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদের সদস্য এবং সামরিক-বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

আফগান প্রধানমন্ত্রী আরও বলেন, যেসব আফগান বিদেশে অবস্থান করছেন, তারা যেন নিজ দেশে ফিরে আসেন। আমিরুল মুমিনীনের পক্ষ থেকে সকলের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছে। কেউ আপনাদের ক্ষতি করবে না। ফিরে এসে শান্তিপূর্ণ জীবন যাপন করুন।

তিনি বলেন, আনন্দের এই দিনগুলোতে দরিদ্র পরিবার, আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের প্রতি দয়া প্রদর্শন করা এবং তাদের সহায়তা করা মুসলমানদের কর্তব্য।

তিনি উদ্বাস্তুদের সঠিক ব্যবস্থাপনা ও আবাসন সুবিধা নিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নির্দেশ দেন এবং ফিলিস্তিনের নিপীড়িত জনগণের পক্ষে আওয়াজ তোলায় ইমাম, আলেম, মুজাহিদ ও সাধারণ নাগরিকদের ধন্যবাদ জানান।

তিনি বলেন, যদিও কিছু সমস্যা আছে, তবে আমাদের সতর্ক থাকতে হবে। ইসলামি শাসনের স্তম্ভ দুর্বল করতে যেন কোনো শত্রু সুযোগ না পায়।

তিনি বলেন, দায়িত্ব একটি আমানত। আল্লাহর হক ও বান্দার হক যথাযথভাবে পালন করতে হবে। আল্লাহর বিধান বাস্তবায়ন ইসলামি শাসনের দায়িত্ব। ইসলামিক আমিরাত তা সফলভাবে করে যাচ্ছে।

সূত্র : আরটিএ