| |
               

মূল পাতা সারাদেশ রাজধানী ঢাকায় সরকার নির্ধারিত দরে বিক্রি হচ্ছে না চামড়া; বিপাকে বহু মাদরাসা


ঢাকায় সরকার নির্ধারিত দরে বিক্রি হচ্ছে না চামড়া; বিপাকে বহু মাদরাসা


রহমত নিউজ     07 June, 2025     08:52 PM    


সরকার নির্ধারিত দরে কাঁচা চামড়া বিক্রি হচ্ছে না। গরুর চামড়ার দাম অনেকটা গত বছরের মতোই। তবে অন্য বছরগুলোর মতো এবারও ছাগলের চামড়া কিনতে অনীহা দেখিয়েছে ট্যানারিগুলো। এতে বিপাকে পড়েছে রাজধানীর বহু মাদরাসা। অনেকেই আবার বাধ্য হয়ে মাত্র ২০০-৪০০ টাকায় বিক্রি করছে চামড়া। 

আজ শনিবার (৭ জুন) পবিত্র ঈদুল আযহার দিন রাজধানীর বিভিন্ন এলাকায় ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা যায়। 

সরেজমিন দেখা গেছে, চলতি বছর বেশির ভাগ গরুর কাঁচা চামড়া সন্ধার আগে ৭০০ থেকে সর্বোচ্চ ৮০০ টাকার মধ্যে বিক্রি হয়েছে।  ছোট চামড়ার দাম ৬০০ টাকা পর্যন্ত উঠছে। তবে রাত ঘনিয়ে আসায় পরিস্থিতি ক্রমেই আরও নাজুকতার দিকে চলে যায়। গত বছরও গরুর কাঁচা চামড়ার এ রকম দাম ছিল। এছাড়া এবার ছাগলের চামড়া প্রতিটি বিক্রি হচ্ছে ৫ থেকে ১০ টাকা, যা গতবারও একই রকম ছিল।

রাজধানীর এক মাদরাসার শিক্ষক এই প্রসঙ্গে বলেন, সব চামড়া দামমাত্র মূল্যে বিক্রি করা যাবে কিনা সেই শঙ্কা তৈরি হয়েছে। বাংলাদেশে উল্লেখযোগ্য মাত্র ৪টি ট্যানারি। তারা চামড়া ক্রয় করছে না। ফলে এমন সমস্যার সৃষ্টি হয়েছে। দাম তো পাওয়াই যাচ্ছে না; তবুও যদি চামড়াগুলো অবিক্রিত থেকে যায়, তবে মাদরাসাগুলোর জন্য এটা অত্যন্ত দুঃখজনক।

প্রাণিসম্পদ অধিদপ্তরের তথ্যানুসারে, এ বছর কোরবানির পশুর চাহিদা প্রায় ১ কোটি ৩ লাখ ৮০ হাজার। সেখানে গরু-ছাগলসহ কোরবানির জন্য প্রস্তুত ছিল প্রায় ১ কোটি ২৪ লাখ ৪৭ হাজার পশু। চলতি বছর কোরবানির ঈদের মৌসুমে ৮০ থেকে ৮৫ লাখ চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন ট্যানারিমালিকেরা।

গত ২৬ মে কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ করে দেয় বাণিজ্য মন্ত্রণালয়। এতে ঢাকায় গরুর প্রতি বর্গফুট লবণযুক্ত চামড়ার দাম নির্ধারণ করা হয় ৬০-৬৫ টাকা, যা গত বছর ছিল ৫৫-৬০ টাকা। ঢাকার বাইরের গরুর প্রতি বর্গফুট লবণযুক্ত চামড়ার দাম নির্ধারণ করা হয়েছে ৫৫-৬০ টাকা, যা গত বছর ছিল ৫০-৫৫ টাকা। এ ছাড়া ঢাকায় সর্বনিম্ন কাঁচা চামড়ার দাম ১ হাজার ৩৫০ টাকা নির্ধারণ করা হয়। আর ঢাকার বাইরে সর্বনিম্ন দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ১৫০ টাকা। এ ছাড়া খাসির লবণযুক্ত চামড়া ২২ থেকে ২৭ টাকা ও বকরির চামড়া ২০-২২ টাকা নির্ধারণ করা হয়েছে।


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: ঢাকা ঢাকা