মূল পাতা মুসলিম বিশ্ব মসজিদুল আকসায় ঈদের নামাজ আদায় করলেন সহস্রাধিক ফিলিস্তিনি
মুসলিম বিশ্ব 06 June, 2025 12:31 PM
পূর্ব জেরুসালেমের মসজিদুল আকসা প্রাঙ্গণে ঈদুল আজহার নামাজ আদায় করেছেন সহস্রাধিক ফিলিস্তিনি।
শুক্রবার (৬ জুন) সকাল থেকেই ধর্মপ্রাণ মুসল্লিরা আল-আকসা মসজিদে সমবেত হন এবং সুশৃঙ্খলভাবে ঈদের নামাজ আদায় করেন।
ইসলামের তৃতীয় পবিত্রতম স্থান হিসেবে পরিচিত আল-আকসা মসজিদ ফিলিস্তিনিদের জন্য শুধু ধর্মীয় স্থানই নয়, এটি তাদের রাজনৈতিক ও জাতীয় পরিচয়েরও এক গুরুত্বপূর্ণ প্রতীক। ঈদুল আজহার দিনে এখানে নামাজ আদায় করা ফিলিস্তিনিদের জন্য ধর্মীয় ও ঐতিহ্যবাহী আচার।
ঈদের নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং এরপর পশু কোরবানির মাধ্যমে ঈদুল আজহার মূল আচার পালন করেন।
আল-আকসা মসজিদে ঈদের নামাজের এই বিশাল সমাবেশ ফিলিস্তিনিদের ধর্মীয় ঐক্য এবং দখলদারিত্বের বিরুদ্ধে তাদের প্রতিরোধের প্রতীক হিসেবে বিবেচিত হচ্ছে। এই সমাবেশ তাদের দৃঢ় সংকল্প ও ঐতিহ্যের প্রতি অবিচল থাকার বার্তাও বহন করে।