রহমত নিউজ 05 June, 2025 07:35 PM
পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীর মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী ও মহাসচিব মাওলানা ইউসুফ সাদেক হক্কানী।
বুধবার (৪ জুন) গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় নেতৃদ্বয় বলেন, প্রতি বছরই আমাদের মাঝে ইব্রাহিমী আত্মত্যাগের মহিমায় উদ্ভাসিত হয় পবিত্র ঈদুল আজহা। ঈদুল আজহায় অগনিত পশু কোরবানির মাধ্যমে কোটি কোটি টাকা আল্লাহর সন্তুষ্টির জন্য বিসর্জন দিয়ে থাকে সারা বিশ্বের মুসলমানগণ। কোরবানির ঈদে এতিম গরিব ও অধিনস্ত অসহায় পরিবারগুলো যাতে ঈদের আনন্দ উপভোগ করতে পারে এজন্য তাদের মাঝে কোরবানির গোশত বিতরণ করা মানবিক ও ঈমানী দায়িত্ব।
শুভেচ্ছা বার্তায় নেতৃদ্বয় নিজ নিজ এলাকার কওমি মাদরাসার লিল্লাহ বোডিং এবং অসচ্ছল দরিদ্র পরিবারের মাঝে কুরবানীর গোশত বিতরণ করার জন্য দলের নেতাকর্মী সহ দেশবাসীর প্রতি আহ্বান জানান। তাছাড়া বাংলাদেশ থেকে পবিত্র হজ্বে গমনকারী এবং কোরবানী দাতাসহ দেশী- প্রবাসী সকল বাংলাদেশীদের নিকট দুআ কামনা করেছেন খেলাফত আন্দোলনের আমীর ও মহাসচিব।