রহমত নিউজ 18 January, 2025 08:23 PM
গাছ কাটা নিয়ে আবারও উত্তেজনা দেখা দিয়েছে চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ-ভারত সীমান্তে। দু'দেশের নাগরিকরা সীমান্তে জড়ো হয়ে বিক্ষোভ করছেন। এসময় ভারতীয় নাগরিকদের হামলায় তিন বাংলাদেশি আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। সমাধানের চেষ্টা করছে বিজিবি- বিএসএফ।
শনিবার (১৮ জানুয়ারি) সকালে শিবগঞ্জ উপজেলার কিরণগঞ্জ সীমান্তের শূন্যরেখার পাশে বাংলাদেশের ভেতরের জমিতে গমকাটায় বাধা দেয় ভারতীয়রা। এসময় তারা কেটে দেন বাংলাদেশের কয়েকটি আমগাছ। এ নিয়ে বাংলাদেশ ও ভারতের নাগরিকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। পাথর ছোড়ে ভারতীয়রা। তাদের ছোড়া পাথর ও হাসুয়ার আঘাতে আহত হন কয়েক বাংলাদেশি।
বিপুল মানুষের উপস্থিতিতে চরম উত্তেজনা দেখা দেয় সীমান্তে। পরিস্থিতি নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে বিজিবি ও বিএসএফ। বাড়ানো হয়েছে নিরাপত্তা।
এর আগে চৌকা সীমান্তের ওপারে ভারতের সুখদেবপুরে বিএসএফ এর কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে কয়েকদিন ধরে উত্তেজনা বিরাজ করছিলো। দেশের পট পরিবর্তণের পর বাংলাদেশ-ভারত কুটনীতে চলছে টানাপড়েন। এর রেশ পড়েছে দু'দেশের সীমান্তে।
এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ