| |
               

মূল পাতা সারাদেশ খাগড়াছড়িতে সাদপন্থীদের শাস্তি ও নিষিদ্ধের দাবিতে মানববন্ধন


খাগড়াছড়িতে সাদপন্থীদের শাস্তি ও নিষিদ্ধের দাবিতে মানববন্ধন


খাগড়াছড়ি প্রতিনিধি     26 December, 2024     08:50 PM    


টঙ্গীর বিশ্ব ইজতেমার মাঠে গভীর রাতে সাদপন্থীদের অতর্কিত হামলার সর্বোচ্চ শাস্তি ফাঁসি এবং সাদপন্থীদের নিষিদ্ধের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (২৬ডিসেম্বর) সকাল ১১টায় খাগড়াছড়ি প্রেস ক্লাবের সামনে ওলামায়ে কেরাম, তাবলীগের সাথী ও সর্বস্তরের তৌহিদী জনতার ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

জেলা মার্কাজ মসজিদের ইমাম মাওলানা মোস্তফা'র সভাপতিত্বে ও মাওলানা কাউসার আজিজীর সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে কালেক্টর জামে মসজিদের খতিব মাওলানা হাবিবুল্লাহ জাহাঙ্গীর, খাগড়াছড়ি কওমি মাদ্রাসা ও ওলামা ঐক্য পরিষদের সিনিয়র সহ সভাপতি মাওলানা আক্তারুজ্জামান ফারুকী, মাওলানা ইউসুফ, মাওলানা রেজাউল করিম মিজবাহ, মাওলানা শহিদুল ইসলাম, মাওলানা দ্বীন ইসলাম ,মাওলানা হাফেজ দেলোয়ার হোসাইন ,মাওলানা শাহজালাল প্রমুখ বক্তব্য রাখেন।

মানববন্ধনে বক্তাগণ বলেন, যারা গভীর রাতে নিরীহ  তাবলীগের সাথীদেরকে ঠান্ডা মাথায় হত্যা করতে পারে তারা কোন তাবলীগের সাথে হতে পারে না। অবিলম্বেএই চিহ্নিত খুনিদের গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি ফাঁসি নিশ্চিত করতে হবে। তাবলীগের নামে উগ্রবাদ এই সন্ত্রাসী গোষ্ঠী যাতে আর বিশৃঙ্খলা  সৃষ্টি করতে না পারে সেজন্য তাদের সকল কার্যক্রম নিষিদ্ধ নিষিদ্ধ করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি জোর দাবি জানান বক্তাগণ। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের নিকল এক প্রতিনিধি দল স্মারক লিপি প্রদান করেন।


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: চট্টগ্রাম খাগড়াছড়ি খাগড়াছড়ি সদর