| |
               

মূল পাতা আন্তর্জাতিক ৫ মাস পর ইসমাইল হানিয়াকে হত্যার কথা স্বীকার করল ইসরাইল


৫ মাস পর ইসমাইল হানিয়াকে হত্যার কথা স্বীকার করল ইসরাইল


আন্তর্জাতিক ডেস্ক     25 December, 2024     10:19 AM    


হামাস নেতা ইসমাইল হানিয়াকে হত্যার দায় স্বীকার করেছে ্ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল। গত জুলাইয়ে ইসমাইল হানিয়াকে হত্যার প্রায় ৬ মাস পর সোমবার (২৩ ডিসেম্বর) এর দায় স্বীকার করেন দখলদার ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ।

এক ভাষণে ইসরাইল কাটজ বলেন, আমরা হুতিদের বিরুদ্ধে কঠোর হামলা করব এবং তাদের নেতৃত্বকে ধ্বংস করে দিব। যেমনটা ইসমাইল হানিয়া, ইয়াহিয়া সিনওয়ার এবং হাসান নাসরাল্লাহর সঙ্গে তেহরান, গাজ্জা এবং লেবাননে করেছিলাম। সেটিই আমরা হোদেইদা এবং সানায় (ইয়েমেনের রাজধানী) করব। 

এক ভাষণে ইরানের শিয়া সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীদের শীর্ষ নেতাদের লক্ষ্য করে তিনি এসব মন্তব্য করেন। হুতিরা ইসরাইলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে। হানিয়াকে হত্যার ঘটনায় ইসরাইলকে দায়ী করে আসছিল ইরান ও হামাস। তবে হত্যাকাণ্ডে ইসরাইলের সম্পৃক্ততার কথা এর আগে স্বীকার করেনি অবৈধ এই দেশটি। এ ঘটনার প্রায় ৫ মাস পর প্রতিরক্ষামন্ত্রীর এই বক্তব্যের মাধ্যমে জুলাইয়ে হানিয়াকে হত্যাকাণ্ডে দখলদার ইসরাইলের সম্পৃক্ততা স্বীকার করল দেশটি।

এক বিবৃতিতে কাটজ বলেন, যে কেউ ইসরায়েলের দিকে হাত বাড়াবে, সেই হাত কেটে ফেলা হবে। আর আইডিএফের (ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী) লম্বা হাত তাদের ওপর কঠিন হামলা চালাবে।
 
উল্লেখ্য; গত জুলাইয়ে ইরানের রাজধানীতে একটি ভবনে হামলার ঘটনায় নিহত হন। ঘটনার একদিন আগেই ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের অভিষেক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন হানিয়া। গত সেপ্টেম্বরে বৈরুতে বোমা হামলায় হিজবুল্লাহর মহাসচিব হাসান নাসরুল্লাহকে হত্যা করে ইসরাইল। গত ১৬ অক্টোবর হত্যা করা হয় ইয়াহিয়া সিনওয়ারকে। ইসরাইল হামাসের হামলার মাস্টারমাইন্ড হিসেবে দেখা হতো।