রহমত নিউজ 24 December, 2024 11:11 PM
শান্তিপূর্ণ সহাবস্থানে থেকে কাঁধে কাঁধ মিলিয়ে সুখী, সমৃদ্ধ দেশ গঠনে সব ধর্মের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) খ্রিস্টানদের ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে রাতে রাজধানীর কাকরাইল গীর্জা ও আর্চবিশপের হাউজ ঘুরে দেখেন সেনাপ্রধান।
এসময় তিনি খ্রীষ্টানদের বড়দিনের শুভেচ্ছা জানান। সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি এদেশের গর্ব। সব সম্প্রদায়ের মানুষ যাতে তাদের নিজ নিজ ধর্মীয় উৎসব শান্তিপূর্ণভাবে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালন করতে পারে, সে লক্ষ্যে আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরাও নিরলসভাবে দায়িত্ব পালন করছেন।