| |
               

মূল পাতা মুসলিম বিশ্ব আবারও আফগানিস্তানে দূতাবাস চালুর সিদ্ধান্ত নিয়েছে সৌদি


আবারও আফগানিস্তানে দূতাবাস চালুর সিদ্ধান্ত নিয়েছে সৌদি


মুসলিম বিশ্ব ডেস্ক     23 December, 2024     04:36 PM    


আবারও ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের রাজধানী কাবুলে দূতাবাস চালুর সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব।

রবিবার (২২ ডিসেম্বর) একটি এক্স বার্তায় সৌদি তার এই কূটনৈতিক কার্যক্রম পুনরায় চালুর ঘোষণা দেয়।

বার্তায় বলা হয়, আফগানিস্তানে আবার দূতাবাস খুলছে সৌদি আরব। ভাতৃপ্রতিম আফগান জনগণকে সব পরিষেবা প্রদানের প্রতি জোর দিয়েছে দেশটি।

এর আগে, নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগের কারণে ২০২৩ সালের ফেব্রুয়ারিতে আফগানিস্তানের কাবুলে দূতাবাস কার্যক্রম বন্ধ করে দেয় সৌদি আরব। যা নিয়ে এতোদিন ক্ষোভ ছিল ইমারাত প্রশাসকদের মাঝে।

এর আগে, তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ কাবুলে কূটনৈতিক কার্যক্রম পুনরায় শুরু করার ব্যাপারে সৌদি আরবের অভিপ্রায় নিয়ে কথা বলেছিলেন। 

সম্প্রতি তালেবানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি সৌদি প্রতিনিধিদের সঙ্গে দেখা করেন। সেই সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক সম্প্রসারণের ইচ্ছা প্রকাশ করেছেন। যার সুবাদে আফগানিস্তানে সৌদি কর্মকর্তারা মানবিক সহায়তা প্রদান এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদার করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।

সূত্র: মেহের নিউজ