| |
               

মূল পাতা জাতীয় সাদপন্থী নেতা মুয়াজ বিন নূর তিন দিনের রিমান্ডে


সাদপন্থী নেতা মুয়াজ বিন নূর তিন দিনের রিমান্ডে


রহমত নিউজ     22 December, 2024     01:56 PM    


গাজীপুরে টঙ্গীতে ইজতেমা শুরুর আগে মাঠ দখল করাতে মুসল্লিদের উপর হামলা চালায় সাদপন্থীরা। এতে চার জন নিহতের ঘটনায় গ্রেপ্তার সাদপন্থীদের নেতা মুয়াজ বিন নূরের (৪০) তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার (২২ ডিসেম্বর) সকালে গাজীপুরের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আলমগীর আল মামুন শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে সকালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কড়া নিরাপত্তার মধ্যে তাকে আদালতে হাজির করেন। এ সময় পুলিশের পক্ষ থেকে সাতদিনের রিমান্ড আবেদন করে।

নূর ঢাকা উত্তরা ৭ নম্বর সেক্টরের বাসিন্দা নূর মোহাম্মদের ছেলে। তিনি সাদপন্থিদের মুখপাত্র হিসেবে পরিচিত ও জুবায়েরপন্থিদের দায়েরকৃত হত্যামামলার ৫ নম্বর আসামি।  গত শুক্রবার  ভোররাতে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

পুলিশ জানায়, টঙ্গী  ইজতেমা মাঠে তিনজন নিহত হওয়ার ঘটনায় থানায় হত্যামামলা হয়। এই মামলার ৫ নম্বর আসামি মুয়াজ বিন নূরকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। তাকে শুক্রবার আদালতে হাজির করলে আদালত আজ রিমান্ড শুনানির দিন ধার্য করেছিলেন।