| |
               

মূল পাতা মুসলিম বিশ্ব আফগানিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা; নিহত ৫২


আফগানিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা; নিহত ৫২


মুসলিম বিশ্ব ডেস্ক     20 December, 2024     11:11 PM    


ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের দক্ষিণ-পূর্বাঞ্চলে দুটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ৫২ জন প্রাণ হারিয়েছেন এবং ৬৫ জন আহত হয়েছেন।

শুক্রবার (২০ ডিসেম্বর) স্থানীয় গণমাধ্যমের বরাতে এ তথ্য জানা যায়।

প্রতিবেদন অনুযায়ী, প্রথম দুর্ঘটনাটি ঘটে বুধবার রাতে কাবুল-কান্দাহার মহাসড়কে। ওই সময় একটি যাত্রীবাহী বাস এবং একটি তেলবাহী ট্যাংকারের মধ্যে সংঘর্ষে বেশ কিছু হতাহতের ঘটনা ঘটে। 

অপর দুর্ঘটনাটিও ঘটে একই মহাসড়কে, তবে ভিন্ন স্থানে। জায়গাটি আফগান রাজধানী কাবুল ও দেশটির দক্ষিণাঞ্চলের মাঝখানে অবস্থিত।

আহতদের গজনির হাসপাতালগুলোতে নেওয়া হয়েছে এবং মৃতদেহগুলোকে পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। গুরুতর অবস্থায় থাকা রোগীদের কাবুলে স্থানান্তর করা হয়েছে। নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে।

সূত্র: মেহের নিউজ অ্যাজেন্সি