রহমত নিউজ 06 December, 2024 04:32 PM
দরিদ্র দেশগুলোকে ১০০ বিলিয়ন ডলার রেকর্ড ঋণ সহায়তার ঘোষণা দিয়েছে বিশ্বব্যাংক। এরই মধ্যে ঋণ ও অনুদানের জন্য প্রায় ২৪ বিলিয়ন ডলার সংগ্রহ করেছে প্রতিষ্ঠানটি।
শুক্রবার (৬ ডিসেম্বর) এএফপির বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরা।
বিশ্বব্যাংকের এক মুখপাত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের দরিদ্র ও বিপদাপন্ন দেশগুলোকে ১০০ বিলিয়ন ডলার অনুদান ও ঋণ সহায়তা দেওয়া হবে। এ লক্ষ্যে এরই মধ্যে প্রায় ২৪ বিলিয়ন ডলার সংগ্রহ করেছে বিশ্বব্যাংক। আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (আইডিএ) মাধ্যমে গত তিন বছরে তহবিল সংগ্রহের প্রতিশ্রুতিকৃত প্রায় ২৩ দশমিক ৫ বিলিয়ন থেকে সামান্য বৃদ্ধি করে দাতা দেশগুলো ব্যাংকের রেয়াতি ঋণ পরিশোধের জন্য ২৩ দশমিক ৭ বিলিয়ন ডলার করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
আল জাজিরা জানায়, আইডিএ’র মধ্যেমে ২০২১ সালে এই ঋণ ছিল ৯৩ বিলিয়ন ডলার। এবার তা সামান্য বাড়িয়ে ১০০ বিলিয়ন ডলার করা হয়েছে।
বিশ্বব্যাংকের অন্যতম গুরুত্বপূর্ণ কার্যক্রম আইডিএ। বিশ্বের দরিদ্রতম ৭৮টি দেশকে অনুদান সহায়তা করে আইডিএ। এই খাতে কোভিড-১৯ এর প্রভাবে অর্থনৈতিক ক্ষতি থেকে শুরু করে জলাবায়ু পরিবর্তন অন্তর্ভুক্ত রয়েছে।
আমেরিকা, জাপান, যুক্তরাজ্য, জার্মানিসহ ইউরোপীয় বেশ কয়েকটি দেশ আইডিএ প্রকল্পে প্রচুর অর্থ দিয়ে থাকে। চলতি বছর যুক্তরাষ্ট্র একাই এ খাতে চার বিলিয়ন অর্থায়নের ঘোষণা দিয়েছে। সেই সঙ্গে নরওয়ে ও স্পেনসহ বিভিন্ন দেশও উল্লেখযোগ্যভাবে অর্থায়ন বাড়িয়েছে।