মূল পাতা আন্তর্জাতিক গাজ্জায় নৃশংসতা বন্ধ করতে না পারায় বাইডেন প্রশাসনের নিন্দা জানালেন মার্কিন সিনেটর
আন্তর্জাতিক ডেস্ক 16 November, 2024 02:33 PM
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজ্জো ভূখণ্ডে বর্বর গণহত্যা চালানোর জন্য ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের শাস্তি না দিয়ে উল্টো মদদ দেওয়ায় জো বাইডেন প্রশাসনের ব্যর্থতার কড়া সমালোচনা করেছেন প্রগতিশীল মার্কিন সিনেটর এলিজাবেথ ওয়ারেন। ফিলিস্তিনিদের উপর চালানো ইসরাইলের নৃশংসতা বন্ধ করতে না পারাকে বাইডেন প্রশাসনের একটি গুরুতর ভুল হিসেবে বর্ণনা করেছেন ওয়ারেন।
মার্কিন এ সিনেটর বলেছেন, বাইডেন প্রশাসনের ব্যর্থতা বিশ্বব্যাপী আমেরিকান বিশ্বাসযোগ্যতাকে ক্ষুণ্ন করেছে।
তিনি বলেন, যদি এই প্রশাসন কাজ না করে, কংগ্রেসকে অবশ্যই মার্কিন আইন প্রয়োগের জন্য পদক্ষেপ নিতে হবে এবং একটি যৌথ রেজোলেশনের মাধ্যমে ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু সরকারকে জবাবদিহিতার আওতায় আনতে হবে।
আরেক সিনেটর বার্নি স্যান্ডার্স জানিয়েছেন, আগামী সপ্তাহে ইসরােইলের কাছে অস্ত্র পাঠানো বন্ধ করতে উদ্যোগ নেবে নতুন যৌথ রেজোলেশন।
তিনি বলেন, নেতানিয়াহুর সরকার গাজায় ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে যে বর্বরোচিত হামলা চালাচ্ছে তা মার্কিন এবং আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন। গত বৃহস্পতিবার, ১৫ জন সিনেটর এবং ৬৯ জন কংগ্রেস সদস্য ইসরাইলি মন্ত্রিসভার সদস্যদের নজরদারিতে রাখার জন্য বাইডেন প্রশাসনকে চাপ দেয়ার ঘোষণা দিয়েছেন।