| |
               

মূল পাতা জাতীয় ছাত্র আন্দোলনে শহীদদের রক্তের মর্যাদা রক্ষা করা আবশ্যক : মুফতী আব্দুল মালেক


ছাত্র আন্দোলনে শহীদদের রক্তের মর্যাদা রক্ষা করা আবশ্যক : মুফতী আব্দুল মালেক


রহমত নিউজ     15 November, 2024     04:44 PM    


জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতী আব্দুল মালেক বলেছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদদের রক্তের মর্যাদা রক্ষা করা আবশ্যক। তাদের রক্তের প্রতি অমর্যাদা, অবহেলা বা অবিচার করা জায়িজ নেই। বৈষম্য দূরীকরণের নামে নতুন বৈষম্য তৈরি করা অথবা বৈষম্য শব্দের অসৎ ব্যবহার করা শহিদদের রক্তের প্রতি অবিচারের নামান্তর।

শুক্রবার (১৫ নভেম্বর) জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের জুমার বয়ানে তিনি এসব কথা বলেন।

মুফতী আব্দুল মালেক বলেন, জাতিসংঘের মানবাধিকার অফিস প্রতিষ্ঠার নামে বিভিন্ন মিডিয়া ও সেবাসংস্থার ট্রান্সজেন্ডার এজেন্ডা বাস্তবায়ন এবং বিভিন্ন রাজনৈতিক দলে জেন্ডার-সমতা সম্পাদক পদবি সৃষ্টি করা জুলাই-আগস্ট বিপ্লবের সাথে বেইমানি করা।

তিনি বলেন, আমাদের সরকার, সকল রাজনৈতিক দল এবং মুসলিম-হিন্দুসহ দেশের সকল নাগরিক যদি বিপ্লবে শহিদদের রক্তের প্রতি শ্রদ্ধাশীল থেকে বিপ্লবের শুকরিয়া আদায় না করে, তাহলে আল্লাহর গজব আবার হয়তো এই দেশের ওপর চেপে বসবে।