| |
               

মূল পাতা আন্তর্জাতিক লাহোরে ভয়াবহ বায়ুদূষণ; ৯০০ জন হাসপাতালে ভর্তি


লাহোরে ভয়াবহ বায়ুদূষণ; ৯০০ জন হাসপাতালে ভর্তি


আন্তর্জাতিক ডেস্ক     12 November, 2024     12:20 PM    


পাকিস্তানের লাহোরে ভয়াবহ বায়ুদূষণের কারণে অসুস্থ হয়ে প্রায় ৯০০ জন হাসপাতালে ভর্তি হতে হয়েছে। এসব তথ্য জানানো হয়েছে দেশটির সংবাদমাধ্যম ডনের প্রতিবেদনে।

শহরটির বায়ুদূষণের অবস্থা এতটাই ভয়াবহ যে সম্প্রতি শহরটির সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। পরিস্থিতি এমন যে, রাস্তায় বের হলে চোখে জ্বালাপোড়া ও গলা জ্বলছে। দরজা–জানালা দিয়ে প্রবেশ করা বিষাক্ত কণার ক্ষতির পরিমাণ কমাতে বাড়িতে খুব কম লোকই এয়ার পিউরিফায়ার ব্যবহার করতে সক্ষম হচ্ছেন।

দূষণ থেকে শিশুদের সুরক্ষা দিতে লাহোরের পাশাপাশি পাঞ্জাব প্রদেশের আরও কয়েকটি শহরে সব স্কুল বন্ধ রাখা হয়েছে। আগামী ১৭ নভেম্বর পর্যন্ত স্কুল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ।
বায়ুদূষণের পরিস্থিতি নিয়মিত তুলে ধরে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। বাতাসের মান নিয়ে তৈরি করা সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয়। আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, বায়ুর মান সূচকে লাহোরের স্কোর ১ হাজার ছাড়িয়ে গেছে। শহরটির সবশেষ স্কোর মঙ্গলবার ছিল ৯১০।

বায়ুর মান সূচকে ১৫১ থেকে ২০০ পর্যন্ত স্কোর অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। সূচকে ৩০০ স্কোর ছাড়িয়ে গেলে একে ‘বিপজ্জনক’ বলা হয়। তাই নজিরবিহীন বলে মনে করা হচ্ছে লাহোরের বায়ুর মানের স্কোর।